ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঠ্যবই মুদ্রণের ব্যয় ১৫ শতাংশ বৃদ্ধির দাবি

প্রকাশিত: ০৮:৩০, ১৮ জানুয়ারি ২০১৬

পাঠ্যবই মুদ্রণের ব্যয় ১৫ শতাংশ বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার ॥ মিল মালিকদের সিন্ডিকেটের কারণে কাগজ ও বিদ্যুত-গ্যাসের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে এবার পাঠ্যবই মুদ্রণের খরচ ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি তুলেছেন দেশের মুদ্রণ শিল্প মালিকরা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে এ বিষয়ে চিঠি দিয়েছেন তারা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে জমা দেয়া চিঠিতে তারা বলছেন, কম দামে বই ছেপে তারা দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছেন। এ ছাড়া ইতোমধ্যে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বই ছাপার ব্যয় বাড়ানোর দাবিও জানিয়েছেন মুদ্রণ শিল্প সমিতির নেতারা।
×