ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শব্দ সৈনিক বাবুল আখতার স্মারক বক্তৃতা আজ

প্রকাশিত: ০৭:৫২, ১৮ জানুয়ারি ২০১৬

শব্দ সৈনিক বাবুল আখতার স্মারক বক্তৃতা আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বাবুল আখতার স্মারক বক্তৃতা আজ সোমবার। তার ১০ম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে বিকাল ৪টায় শুরু হবে আয়োজনটি। স্মারক বক্তব্য প্রদান করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথির ভাষণ দেবেন বিশ্ববিদ্যালয়টির দুই প্রোভিসি অধ্যাপক ড. নাসরিন আহমাদ ও অধ্যাপক ড. শহীদ আকতার হোসাইন এবং কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। স্বাগত ভাষণ দেবেন বাবুল আখতারের সহোদর ট্রাস্ট ফান্ডদাতা মাসুদ কাদের মনা। আয়োজনটিতে ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক। বাবুল আখতারের অনুজ বিশিষ্ট ক্রীড়াবিদ মঈন কাদের রবিন রবিবার রাতে জানান, আয়োজনটিতে তার পরিবারের সদস্য ছাড়াও গুণীজন এবং শুভাকাক্সক্ষীরা অংশ নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের মেধাবী ছাত্র মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের কৃতী সন্তান এবিএম মঞ্জুর কাদের ওরফে বাবুল আখতার ২০০৬ সালে ইন্তেকাল করেন।
×