ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ওপর সিএজিকে রিপোর্ট দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশিত: ০৫:২৯, ১৮ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ব্যাংকের ওপর সিএজিকে রিপোর্ট দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির

সংসদ রিপোর্টার ॥ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অনিয়ম তুলে ধরে অডিট রিপোর্ট দেয়া সংস্থা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়কে (সিএজি) এবার বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর অডিট রিপোর্ট দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ‘বাংলাদেশ ব্যাংকের জন্ডিস হয়েছে’ উল্লেখ করে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার জাতীয় সংসদে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। বৈঠকে কমিটির সদস্য আফসারুল আমীন, রেবেকা মোমিন, একেএম মাঈদুল ইসলাম ও রুস্তম আলী ফরাজী অংশ নেন। কমিটি জানিয়েছে, বৈঠকে কিশোরগঞ্জে জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তৃব্যকে উদ্ধৃত করে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর আলোচনা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জন্ডিসে ভুগছে’। কমিটিতে প্রসঙ্গটি উত্থাপন করে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম। আলোচনার পর বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর অডিট কার্যালয়কে একটি বিশেষ অডিট পরিচালনা করে রিপোর্ট দেয়ার সুপারিশ করে কমিটি। কিশোরগঞ্জের ওই আলোচনা সভায় সৈয়দ আশরাফ আরও বলেন, ‘অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞানের অভাব রয়েছে এবং এ দুর্বলতাই বিনিয়োগ কমে যাওয়ার প্রধান কারণ।’ বৈঠক শেষে কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী বৈঠকে বিষয়টি আলোচনার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই নিউজটি কমিটির এক সদস্য বৈঠকে উপস্থাপন করেন। তখন কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি বলেছে, বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গ আসায় এর কার্যক্রম নিয়ে আলোচনা করা দরকার। এজন্য অডিট কার্যালয়কে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। আগামীতে কমিটি ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করবে। তখন বাংলাদেশ ব্যাংকের গবর্নরের বক্তব্যও শোনা হবে। নিয়মের মধ্যে থেকে বাংলাদেশ ব্যাংকে কাজ হয়ে থাকলে তো কোন সমস্যা নেই।
×