ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এবার পুলিশের নির্যাতনের শিকার হিজড়া!

প্রকাশিত: ০৮:৩৫, ১৭ জানুয়ারি ২০১৬

এবার পুলিশের নির্যাতনের শিকার হিজড়া!

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক ও ঢাকা সিটি কর্পোরেশন কর্মকর্তাকে নির্যাতনের পর এবার এক হিজড়ার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। কমলাপুর রেল স্টেশনে ঘটে। পুলিশ এক হিজড়ার মোবাইল ফোন কেড়ে নেয়। বিষয়টি জানাতে ওই হিজড়া কমলাপুর জিআরপি থানায় অভিযোগ করতে গিয়ে দ্বিতীয় দফায় হয়রানির শিকার হন। তাকে পুলিশ থানা থেকে বের করে দেয়। এ বিষয়ে থানার ওসি আবদুল মজিদ বলছেন, এজতেমার কারণে রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করা হয়েছে। স্টেশনের ওভারব্রিজের ওপর ঘুমিয়ে থাকা এক হিজড়ার কাছ থেকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোন কেড়ে নেয়। এ বিষয়ে অভিযোগ করতে হিজড়া থানায় এসেছিল। তবে থানায় ওই হিজড়ার অভিযোগটি না নিয়ে বের করে দেয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হবে। শুক্রবার গভীর রাতে কমলাপুর স্টেশনের ওভারব্রিজের ওপর ঘটনাটি ঘটে। হিজড়াটির নাম হান্নান। তবে তিনি বিশ্ব টোকাই পাবনা হিজড়া হিসেবে পরিচিত। তিনি কমলাপুর ওভারব্রিজের নিচে ঘুমাচ্ছিলেন। এক পুলিশ তাকে ডেকে তোলে। এরপর শরীর তল্লাশি শুরু করে। বাধা দিলে বেধড়ক মারধর করে। এক পুলিশ তার কাছে মোবাইল ফোন ও টাকা দাবি করে। দিতে রাজি না হলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের ওই সদস্য তার বুকে হাত দিয়ে লুকিয়ে রাখা মোবাইল ফোনটি জামার ভেতর থেকে নিয়ে যায়। রাত দুইটার দিকে তিনি জিআরপি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে গালিগালাজ করে বের করে দেয়। জিআরপি থানার এসআই ফারুক বলছেন, অভিযোগটি শুনেছি। পুলিশ নয়, পাবলিক হিজড়াকে মারধর করেছে। জিআরপি থানার ওসি আবদুল মজিদ বলছেন, হিজড়াকে হয়রানি করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×