ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার ভুলেই জোট ভাঙছে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৫, ১৭ জানুয়ারি ২০১৬

খালেদা জিয়ার ভুলেই জোট ভাঙছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ কখনও কোন দল বা জোট ভাঙ্গার চেষ্টা করে না। আমরা রাজনীতি করি গণতন্ত্র ও জনগণের জন্য। জনগণ যাকে বিশ্বাস করে, সেই সরকার গঠন করবে। বিএনপির ভুল সিদ্ধান্ত ও নিজেদের ভুলের কারণে এখন বেকায়দায় পড়েছে। তাদের ২০ দলীয় জোট ভেঙ্গে যাচ্ছে। এতে সরকার কোন ষড়যন্ত্র করছে না। খালেদা জিয়ার ভুলের কারণেই জোট ভেঙ্গে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসেটিভ কেয়ার ইউনিট-আইসিইউ বিভাগের উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। চলমান আইনী প্রক্রিয়ার মাধ্যমেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক উন্নয়নেও ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, ডা. হাবীবে মিল্লাত এমপি, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ময়মনসিংহ মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন আহমদ, ময়মনিসংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মতিউর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, বিএমএম ময়মনসিংহ শাখার সভাপতি ডা. এএফএম রফিকুল আলম, সাধারণ সম্পাদক ডা. অধ্যাপক মতিউর রহমান ভুইয়া ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্বাচিপের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিরচেনা দুর্গন্ধময় পরিবেশ ধুয়ে মুছে সাফ করা হয়। হাসপাতালের বাইরে ও প্রধান ফটকে ঝুলানো হয় ময়মনসিংহ মেডিক্যালের ডিজিটাল ও নতুন সাইনবোর্ড। হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী কলেজ অডিটরিয়ামে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
×