ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিআইবি’র বিরুদ্ধে মামলা হওয়া উচিত ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ জানুয়ারি ২০১৬

টিআইবি’র বিরুদ্ধে মামলা হওয়া উচিত ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ অসত্য তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশের অভিযোগে টিআইবির বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরও বলেছেন, বাংলাদেশের যেন ক্ষতি হয় সেজন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) অর্থ দিয়ে প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন গবেষণা প্রকাশ করছে। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় চার দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী গাপেক্সপো-২০১৬ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের সাফল্যকে ম্লান করার জন্য টিআইবি এ ধরনের গবেষণা প্রকাশ করছে। টিআইবিকে অর্থ দিয়ে আমাদের প্রতিদ্বন্ধীরা এসব করছে, যেন আমাদের ক্ষতি হয়। গবেষণার নামে তারা অসত্য তথ্য প্রকাশ করছে। এজন্য সংস্থাটি সম্পর্কে আমাদের সতর্ক থাকা জরুরী। তিনি বলেন, দেশের উদীয়মান তৈরি পোশাক খাতের ক্ষতির জন্য টিআইবি অসত্য ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে। বাস্তবতা ও তাদের প্রকাশিত তথ্যের কোন মিল নেই। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন মানসম্পন্ন। তৈরি পোশাক শিল্পের ক্রেতাগোষ্ঠী এ্যাকর্ড ও এ্যালায়েন্সের প্রতিনিধিরা কারখানাগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ ইমেজ সঙ্কটে পড়েছিল। সরকার ও তৈরি পোশাক শিল্পের মালিকদের সহযোগিতায় ওই ইমেজ সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের ওপর ক্রেতাগোষ্ঠীর হারানো আস্থা ফিরে আসছিল। ঠিক সেই মুহূর্তে টিআইবি একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করে এ খাতের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের প্রতি ক্রেতাগোষ্ঠীর আস্থা যাতে নষ্ট হয়, সে লক্ষ্যে টিআইবি কাজ করে যাচ্ছে। এজন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। বাণিজ্যমন্ত্রী বলেন, রূপকল্প-২১ সালের মধ্যে তৈরি পোশাক রফতানি করে ৫০ বিলিয়ন ডলার আয় হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে গার্মেন্টস খাতে ৮০ ভাগ মহিলা শ্রমিক কাজ করছেন। কারখানাগুলোতে মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা ও শিশু পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে।
×