ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাট বিসিকে ডাকাতি ॥ ২৫ লাখ টাকার ডাল লুট

প্রকাশিত: ০৫:৪২, ১৬ জানুয়ারি ২০১৬

বাগেরহাট বিসিকে  ডাকাতি ॥ ২৫ লাখ  টাকার ডাল লুট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বিসিক শিল্প নগরীর ‘মেসার্স শক্তি ডাল মিলে’ ডাকাতির ঘটনা ঘটেছে। ট্রাকযোগে ডাকাতদল মিলের কমপক্ষে ২৫ লাখ টাকা মূল্যের মশুরের ডাল লুটে নিয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সশস্ত্র ১২-১৪ জনের একদল ডাকাত গোডাউনের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে মিলের দুই শ্রমিককে বেঁধে ৫৫৯ বস্তা ডাল লুটে ট্রাকে নিয়ে নির্বিঘেœ চলে যায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মিলের তিন শ্রমিক মুকুল ম-ল (২৫), তাপস ম-ল (৩৭) ও উত্তম কুমার পালকে (৩০) আটক করেছে। শহরের মধ্যে এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শহীদ ভোলানাথ বসুর বড় ছেলে ‘মেসার্স শক্তি ডাল মিল’র মালিক সমাজসেবক স্বপন কুমার বসু জানান, রাত প্রায় আড়াইটার দিকে মিলের গোডাউনের গেট ভেঙ্গে ১২-১৪ জনের একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে দুই শ্রমিককে বেঁধে ২৫ কেজির ৪১০টি ও ৫০ কেজি ওজনের ১৪৯টি ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে চলে যায়। লুট হওয়া ডালের বাজার মূল্য কমপক্ষে ২৫ লাখ টাকা।
×