ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহৃত ছাত্রীকে উদ্ধার দাবিতে মাইজদীতে সমাবেশ

প্রকাশিত: ০৫:৪২, ১৬ জানুয়ারি ২০১৬

অপহৃত ছাত্রীকে উদ্ধার দাবিতে মাইজদীতে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৫ জানুয়ারি ॥ সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী অপহৃত সুমি রানী মজুমদারকে (১৬) উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি করেছে নারীমুক্তি কেন্দ্র। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এক মানববন্ধন-সমাবেশে এ দাবি জানানো হয়। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের নেতাকর্মী এবং নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। পরে অপহৃতের মা-বাবা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফের সঙ্গে দেখা করে সন্তানকে উদ্ধারের আকুতি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, অপহৃতের বাবা শিবানন্দ মজুমদার, বড় ভাই নোয়াখালী সরকারী কলেজের অনার্সের শিক্ষার্থী সম্পদ মজুমদার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি তারকেশ্বর দেবনাথ নান্টু, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সংগঠক স্বর্ণালী আচার্য্য, ছাত্র ফ্রন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম ও সদস্য কাজী জহির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, অপহৃত সুমী কলেজে আসা-যাওয়ার পথে স্থানীয় বখাটে সোহাগ প্রায়ই তাকে উত্ত্যক্ত করত।
×