ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, চেলসি ও ম্যানসিটির হোঁচট, স্বস্তির জয় লিচেস্টারের

লিভারপুল-আর্সেনাল দ্বৈরথ অমীমাংসিত

প্রকাশিত: ০৪:২৩, ১৫ জানুয়ারি ২০১৬

লিভারপুল-আর্সেনাল দ্বৈরথ অমীমাংসিত

স্পোর্টস রিপোর্টার ॥ পরতে পরতে উত্তেজনা ছড়ানো ম্যাচে জয় পায়নি কোন দলই। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের লিভারপুল ও আর্সেনালের মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দুই দলেরই জয়ের সুযোগ ছিল। ম্যাচটি যতটা উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ছিল তাতে কোন দল হারলে বরং অন্যায় হতো! এ কারণে অনেকেই মনে করছেন ড্র ম্যাচেই জয় হয়েছে দ্য রেডস ও গানার্সদের। পরশু রাতে মাঠে নেমেছিল আসরের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিও। আবারও ধাক্কা খেয়েছে তারা। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে দ্য ব্লুজরা ২-২ গোলে ড্র করে ওয়েস্টব্রুমউইচের সঙ্গে। শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটিও জয় পায়নি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটি গোলশূন্য ড্র করে এভারটনের সঙ্গে। পরাশক্তিদের হোঁচটের রাতে স্বস্তির জয়ে যৌথভাবে শীর্ষে ফিরেছে লিচেস্টার সিটি। চমক জাগানো দলটি ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। অন্যান্য ম্যাচে সাউদাম্পটন ২-০ গোলে ওয়াটফোর্ডকে, স্টোক সিটি ৩-১ গোলে নরউইচ সিটিকে ও সান্ডারল্যান্ড ৪-২ গোলে হারায় সোয়ানসি সিটিকে। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২১ ম্যাচে গানার্সদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পেছনে থেকে দুইয়ে লিচেস্টার। ৪০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে লিভারপুল। ২৪ পয়েন্ট নিয়ে আগের ১৪তম স্থানেই চেলসি। এ্যানফিল্ডে লিভারপুল ও আর্সেনাল দুদলই ম্যাচের শুরু থেকে যেন পাগলাটে ফুটবল খেলতে থাকে। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে। বিশেষ করে প্রথমার্দের ১০ থেকে ২৫ মিনিট এই সময়টা দুর্দান্ত খেলেন দুদলের ফুটবলাররাই। ম্যাচের ছয় গোলের চারটিই হয়েছে এই সময়ে। ম্যাচের ১০ মিনিটে রবার্টো ফিরমিনোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় লিভারপুল। মিনিট চারেক পরই অ্যারন রামসের গোলে সমতা ফেরায় আর্সেনাল। পাঁচ মিনিট পর আবারও ফিরমিনো হাজির ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি নিয়ে। এবার ২৫ গজ দূর থেকে দুর্দান্ত বাঁকানো শটে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন লিভারপুলকে। কিন্তু আর্সেনাল তাদের এগিয়ে থাকতে দেয় মাত্র ছয় মিনিট। কর্নারে পা ছুঁইয়ে আর্সেনালকে সমতায় ফেরান অলিভিয়ের জিরুড। বিরতির পর ৫৫ মিনিটে আর্সেনালকে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে নেন জিরুড। এই গোলটি ধরে রেখে জয়ের দিকেই এগুচ্ছিল আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু ম্যাচের শেষ মিনিটে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান জো এ্যালেন। ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, ফুটবল ম্যাচ এমনই হওয়া উচিত। মানুষ এই ম্যাচটা মনে রাখবে। হয়তো খুব বেশিদিন নয়, কারণ রবিবারই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচ আছে। তবে এই ম্যাচটিকে ভুলতে পারবে না। তিনি আরও বলেন, এই ম্যাচে ড্রই সবচেয়ে ন্যায্য ফলাফল, যে ম্যাচটা সর্বকালের সবচেয়ে রোমাঞ্চকর। ম্যাচে লিভারপুল কোচ ক্লপের গোল উদযাপনও ছিল দেখার মতো। চরম উত্তেজিত দেখা যায় তাকে। ক্লপকে তাই ডাগআউটে শান্ত করতে দেখা যায় আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে। এটিও বেশ বিরল ঘটনা।
×