ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জায়েদ জুলহাস

শ্রাবন্যের গল্প...

প্রকাশিত: ০৬:৫৯, ১৪ জানুয়ারি ২০১৬

শ্রাবন্যের গল্প...

তৌহিদা শ্রাবন্য। পাঠক নামটা নিশ্চয়ই একটু পরিচিত পরিচিত লাগছে। টিভি উপস্থাপনায় রীতিমতো ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্য। তবে মজার ব্যাপার হচ্ছে শ্রাবন্য কিন্তু পেশায় একজন পুরোদস্তুর সরকারী চিকিৎসক। কুড়িগ্রাম শহরে জন্ম এবং বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই বাবা-মায়ের স্বপ্ন মেয়েকে ডাক্তার বানাবেন। বড় হয়ে মেয়ে ডাক্তার হলো ঠিকই, তবে সেই সঙ্গে তার নিজের পছন্দের মিডিয়াতে অভিনয়টা চালিয়ে গেল। শ্রাবন্য ছোটবেলা থেকেই ছিলেন ভাল ছাত্রী। সেই সময় থেকেই নাচ, গান এবং আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন। ক্লাস ফাইভের ছাত্রী থাকার সময়ে প্রথম তাৎক্ষণিক অভিনয় করেছিলেন। সেই স্মৃতিটা আজও অমলিন শ্রাবন্যের কাছে। উপস্থাপনার শুরুটা ছিল ২০১২ সালে। টিভি চ্যানেল চ্যানেল টুয়েন্টি ফোরের ‘চ্যানেল২৪ লাইফ স্টাইল’ এবং ‘স্টুডিও ২৪‘ নামে দুটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে যাত্রা শুরু। বর্তমানে করছেন এসএ টিভির শুক্রবারে লাইভ শো ‘এসএটিভি লাইভ স্টুডিও’। গাজী টিভিতে নিয়মিতোই করছেন লাইভ শো ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ‘ক্রিকেট হাইলাইটস’। সামনের বাংলাদেশ এবং জিম্বাবুইয়ে সিরিজে এই দুটি লাইভ অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা যাবে। বর্তমানে বেশ কয়েকটি ব্র্যান্ডের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এর মধ্যে রয়েছে রবি, ওটু, নাগরদোলাসহ অন্যান্য। তবে বেশকিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন শ্রাবন্য। ২০১৩ সালে গ্রীন ইউনিভার্সিটির বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার মধ্য দিয়ে বিজ্ঞাপনচিত্রে হাতেখড়ি তার। এর পর একে এক করে ফেলেছেন ‘বার্জার পেইন্ট’, ‘আর এফ এল কুকারহুড’, ‘প্রাণ জুস’, ‘ইস্পাহানি চা’, ‘টিউলিপ ইর্মাজেন্সি কন্ট্রাসেপটিক’সহ বেশকিছু বিজ্ঞাপন। সিনেমায় অভিনয়ের অফার প্রতিনিয়তই পাচ্ছেন। তবে বাণিজ্যিক ঘরানার সিনেমায় কখনই অভিনয় করতে চান না শ্রাবন্য। উপস্থাপনা, ডাক্তারি, মডেলিং, অভিনয় এতোকিছু সামলান কিভাবে? জানতে চাইলে বলে স্ট্রেট ছক্কা হাঁকানো জবাব শ্রাবন্যর। বললেন, ‘ইচ্ছে থাকলে যে কোন কিছু করা সম্ভব। প্রতিদিন নিয়ম করে জিমে যাই। উপস্থাপনাটা ভীষণ এনজয় করি। কাজের মানের ব্যাপারে আমি কোন ছাড় দেই না। আর পেশাগত কাজটা আমি সবার উপরে গুরুত্ব দেই। ’ গত ঈদে বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে চারটি নাটক প্রচারিত হয়েছে শ্রাবন্যের। এর মধ্যে রয়েছে তানিম রহমান অংশুর ‘এরোনিয়াম’। ‘ছায়া সত্তা’, কোকিল এবং কাকতালীয়’সহ বেশ কয়েকটি নাটকে তার অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে। অসংখ্য ফ্যাশন ম্যাগাজিনের কাভার মডেল হয়েছেন। শ্রাবন্যের মিডিয়ায় কাজ করার গল্পটা বেশ মজার। যখন মেডিক্যাল কলেজে পড়াশোনা, এমন সময়ে বন্ধুরা তাকে উৎসাহিত করে মডেলিং করার জন্য। তাদের অনুরোধেই একদিন একটি ফটোশূটে অংশ নেন শ্রাবন্য। ফটোজেনিক হওয়ার কারণে তাকে আর থেমে থাকতে হয়নি। বেশকিছু ব্র্যান্ডের বিলবোর্ডেও আছেন শ্রাবন্য। এর মধ্যে রয়েছে ‘জ্যোতি’, ‘স্বপ্ন’, ‘ওটু’, ‘ইনফিনিটি’সহ অন্যান্য। সামনের দিনগুলোতে আরও প্রস্তুতি নিয়ে ভাল মানের কিছু সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখেন তিনি।
×