ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে

‘জয়ের জন্যই খেলতে হবে’

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ জানুয়ারি ২০১৬

‘জয়ের জন্যই খেলতে হবে’

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে আসলে মূল লক্ষ্য হচ্ছে টি২০ বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশনটা বের করা। সেই চেষ্টা করেও যাচ্ছেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। তবে জয় থেকেও বিচ্যুত হতে চান না। তার সাফ কথা ‘জয়ের জন্যই খেলতে হবে।’ গত বছরটি দুর্দান্ত কেটেছে বাংলাদেশ ক্রিকেটের। জয় আর জয় ধরা দিয়েছে। ২০১৬ সালে নতুন বছরে প্রথম সিরিজ খেলতে নামছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা। এ সিরিজ নিয়ে হাতুরাসিংহে বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এখানে অবশ্যই আমাদের জয়ের জন্যেই খেলতে হবে। যদিও আমাদের পরিকল্পনা এই ফরম্যাটে সেরা কম্বিনেশন দাঁড় করানো। এ ছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্মেন্সের দিকেও ফোকাস থাকবে আমাদের। সব মিলিয়ে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রতিদিন অনুশীলন করছেন মাশরাফিরা। সিরিজের জন্য পুরোদমে প্রস্তুত হচ্ছেন। বুধবার বাংলাদেশের অনুশীলন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ। সেখানেই সিরিজ নিয়ে নিজের চিন্তার কথা জানান। লক্ষ্য যাই হোক, কোনভাবেই হারতে রাজি নন কোচ। বলেন, ‘যদি কম্বিনেশনের দিক থেকে বলি, আমরা এ সিরিজে ভিন্ন কিছু করার চেষ্টা করবো। আমরা জয়ের জন্যে খেলব। তবে সঠিক কম্বিনেশন পেতে আমরা পরীক্ষাও চালাবো।’ টেস্ট, ওয়ানডে ও টি২০- এ তিন ফরম্যাটের মধ্যে স্বল্প ওভারের ফরম্যাটে সবচেয়ে বেশি দুর্বল দল বাংলাদেশ। এ ফরম্যাটে এখনও বাংলাদেশের সেরা কম্বিনেশন দাঁড় করানো যায়নি। এই সিরিজের মধ্য দিয়ে সেটা কতটা সম্ভব? হাতুরাসিংহে বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা আমাদের কম্বিনেশন তৈরি করতে পেরেছি। কিন্তু টি২০তে পারিনি। কম্বিনেশনের পাশাপাশি সঠিক গেম প্ল্যানও বুঝতে হবে। এটা আমাদের জন্যে চ্যালেঞ্জিং, বিশেষ করে ব্যাটিংয়ে। এ জন্য ব্যাটসম্যানদের বুঝতে হবে এবং তাদের নিজ ভূমিকা পালন করতে হবে।’ আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরীকে সিরিজের প্রথম দুই টি২০ ম্যাচের চূড়ান্ত দলে রাখা হয়েছে। তা যে ঝালাই করে নেয়ার জন্যই তা বোঝাই যায়। নতুন ক্রিকেটারদের কতটা সুযোগ থাকবে? এ প্রশ্নে জাতীয় দলের কোচ বলেন, ‘’তারা প্রতিভা দেখিয়ে দলে সুযোগ পেয়েছে। সদ্য সমাপ্ত বিপিএলে ভাল পারফর্ম করেছে। ‘এ’ দলের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরেও ভাল করেছে। নুরুল হাসান তার বিস্ফোরক ব্যাটিং ও কিপিংয়ের কারণে জায়গা পেয়েছে। এ ছাড়া এরই মধ্যে নুরুল হাসান কিপিংয়ের কারণে সবার প্রশংসা পাচ্ছে।’ সঙ্গে যোগ করেন, ‘তার (শুভাগত হোম) স্ট্রাইক রেট বেশ ভাল। ৭ কিংবা ৮ নম্বরে যারা ব্যাটিংয়ে আসে তারা টি২০তে ৬০ বল খেলবে এটা চিন্তা করা যায় না। দলের অন্য ব্যাটসম্যানরা যদি ভাল করে তাহলে ১০-১৫ বল খেলার সুযোগ পাবে। এ জন্য তাকে নেয়া হয়েছে। এ ছাড়া ভাল বোলিং ও ফিল্ডিং করার দক্ষতাও তার রয়েছে। সামর্থ্যরে প্রমাণ দেয়ার জন্যে তাকে এ সিরিজে সুযোগ দেয়া হয়েছে।’ মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়রদের নিয়ে হাতুরাসিংহে বলেন, ‘তাদের জায়গাটা উন্মুক্ত। তারা দলের সিনিয়র ক্রিকেটার। অভিজ্ঞতার মূল্যায়ন সব সময়ই করা হয়। যদি খেয়াল করেন তাহলে দেখবেন টি২০ ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটাররা ভাল করে। এ সিরিজে ভিন্ন কম্বিনেশন খুঁজে বের করা হবে। এশিয়া কাপে আমরা সেরা কম্বিনেশন জানতে পারব।’
×