ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৮ ডাকাত আটক

চলচ্চিত্রের পাইরেসির সঙ্গে জড়িত চক্রের ৯ জন গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ জানুয়ারি ২০১৬

চলচ্চিত্রের পাইরেসির সঙ্গে জড়িত চক্রের ৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের অভিযানে ৮ ডাকাত আর র‌্যাবের অভিযানে চলচ্চিত্রের অডিও-ভিডিও পাইরেসির সঙ্গে জড়িতদের একটি চক্রের প্রধানসহ ৯ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রসহ নানা আলামত। মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ বাবুল হোসেন, মোঃ ইসরাফিল, মোঃ আবুল বাশার মোল্লা, মোঃ এনামুল হক, মোঃ সজিব শেখ, মোঃ মইনুল ইসলাম, মোঃ লতিফ মিয়া ও মোঃ রাজন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি চাপাতি, ৫টি ছোরা, ১২টি মোবাইল ফোন সেট ও নগদ প্রায় ১০ হাজার টাকা উদ্ধার হয়। ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি (পূর্ব) মোঃ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গ্রেফতারের সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এদিকে মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে আটক হয় চলচ্চিত্রের অডিও-ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত একটি চক্রের প্রধান সাগর ওরফে জনি চৌকিদার ও ইউনানী হারবালের মালিক মোহাম্মদ হাকিমসহ ৯ জন। অন্য সাত জন হচ্ছে, রাজু, জুয়েল, আজিম, বাবু, বক্কর, সাগর ও ইব্রাহীম। আটককৃতদের কাছ থেকে ২৫ হাজার পাইরেটেড সিডি-ডিভিডি, ২টি বিদেশী পিস্তল, ইয়াবা, দেশী অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ সিডি পাইরেসি করার সরঞ্জাম। র‌্যাব সূত্র বলছে, সদ্য মুক্তিপ্রাপ্ত কোন চলচ্চিত্র সিনেমা হল থেকে গোপনে কপি করে বা মূলকপি অবৈধভাবে সংগ্রহ করে চক্রটি। এরপর ফোন করে চলচ্চিত্রের পরিচালক, অভিনেতাসহ সংশ্লিষ্টদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে ছবি কপি করে বাজারে ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়। টাকা না দিলে তাই করে চক্রটি। জনির অন্যতম সহযোগী ইউনানী হারবালের মালিক মোহাম্মদ হাকিম। তিনি পাইরেটেড ছবির সঙ্গে হারবাল কোম্পানিটি ফেয়ার লুক (লোশন), মধু অর্মিত (পাউডার), শক্তি প্লাস (হালুয়া), লাভ ফরেভার (হালুয়া) এবং বডি বিল্ডুর (পাউডার) বিজ্ঞাপন জুড়ে দেন। স্বাভাবিক কারণেই সিনেমার দৃশ্যের ফাঁকে ফাঁকে রূপচর্চা সংক্রান্ত এ ধরনের বিজ্ঞাপন দর্শকদের আকর্ষণ করে। অনেক দর্শক তা কিনে থাকেন। এতে হাকিমের বড় পণ্যের কদর এবং বেচাকেনা বেড়ে যায়। গত ৩-৪ বছর ধরে এ কাজ করছেন হাকিম।
×