ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরের বেলাভূমিতে সবুজের সমারোহ

প্রকাশিত: ০৮:০৯, ১২ জানুয়ারি ২০১৬

সাগরের বেলাভূমিতে  সবুজের সমারোহ

জাহেদুল আনোয়ার চৌধুরী, সীতাকু- ॥ নিষ্প্রাণ সাগরের বেলাভূমির ধু ধু বালুচর ও পুরাতন জাহাজ কাটিংয়ের মধ্যে দৃষ্টিনন্দন বিভিন্ন জাতের শতাধিক ফল গাছের বাগান গড়ে মরুর বুকে প্রাণের ছোঁয়া লাগিয়েছে সীতাকু-ের জাহানাবাদ শীপব্রেকিং ইয়ার্ড। দৃষ্টিনন্দন এ ফলের বাগান উপজেলার সাগরের বেলাভূমিতে গড়ে ওঠা ছোট-বড় শতাধিক শীপব্রেকিং ইয়ার্ডে আলোড়ন সৃষ্টির পাশাপাশি বালুকাময় প্রান্তরে এনেছে বৈচিত্র্যময় সবুজের সমাহার। শিপইয়ার্ড অভ্যন্তরে গড়ে ওঠা ব্যতিক্রমী এ ফলের বাগান দেখতে প্রতিনিয়ত জাহানাবাদ শীপব্রেকিং ইয়ার্ডে আসছেন প্রকৃতিপ্রেমী ও ইয়ার্ড সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সম্প্রতি সাগরের বালুকাময় প্রান্তরের শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে এসে ফল বাগানের বৈচিত্র্যময় সবুজের সমাহার দেখে প্রতিষ্ঠান মালিক ও সংশ্লিষ্ট ম্যানেজারকে অভিনন্দন জানান শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগ ও যুগ্ন-সচিব ইয়াছমিন আক্তার। জানা গেছে, ২০১০ সালে সীতাকু-ের মাদামবিবির হাট সাগর উপকূলের প্রায় ১১ একর জায়গায় গড়ে ওঠে জাহানাবাদ শীপব্রেকিং ইয়ার্ড। ইয়ার্ডের চেয়ারম্যান বৃক্ষপ্রেমী আবদুল আউয়াল ও এমডি আবুল বাশারের উৎসাহে ইয়ার্ড অভ্যান্তরের ৪ শতক জায়গায় ফলের বাগান গড়ে তোলেন ইয়ার্ড ম্যানেজার আবু জাফর। তার গড়ে তোলা ফলের বাগানে আঙ্গুর ফল, পেস্তাবাদাম, কামিনী হাইব্রিড, কালো আম, কাজী পেয়ারা, কামরাঙ্গা, ডালিম, জাম্বুরা, আমলকী, ছবেদা, আলুবোখরা, মালটা, দেশী-বিদেশী নারিকেল, গোলাপজাম, কাঠবাদাম, জলপাই, স্ট্রবেরি, কমলাসহ রয়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলের গাছ। ইতোমধ্যে মালটা, কমলা, জলপাইসহ বাগানের ফলগাছে থোকায় ফলে ভরে আছে কয়েক প্রজাতির শীতকালীন । ইয়ার্ড ম্যানেজার আবু জাফরের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিষ্ঠান মালিকের ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ইয়ার্ড অভ্যন্তরে এ ফলের বাগান গড়ে তুলি। শুরুতে বাগানের পরিচর্যার বিষয়ে বুঝতে কিছুট অসুবিধা হলেও পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শ ও ইয়ার্ড শ্রমিকদের সহযোগিতায় তা স্বাভাবিক হয়ে যায়। তিনি বলেন, গত কয়েক বছর ধরে বাগানের বিভিন্ন ফলের গাছে ফল ধরতে শুরু করেছে। ইতোমধ্যে মালটা, কমলা, জলপাইসহ শীতকালীন বিভিন্ন ধরনের ফল পাকতে শুরু করেছে। এছাড়া ইয়ার্ড অভ্যন্তরে দৃষ্টিনন্দন এ ফলের বাগান দেখে ইতোমধ্যে অনেক ইয়ার্ড মালিক ফলের বাগান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করছে বলে তিনি জানান। সীতাকু- কৃষি কর্মকর্তা সুশান্ত সাহা ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিপইযার্ডে গড়ে ওঠা এ ফলের বাগান সবুজায়ন পরিবেশ সৃষ্টির পাশাপাশি মিটাচ্ছে বিভিন্ন ধরনের ফলের চাহিদা। সাগরের বেলাভূমিতে সবুজায়ন সৃষ্টিতে জাহানাবাদ শীপব্রেকিং ইয়ার্ডের ব্যতিক্রমী এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে উপজেলার অন্যান্য ইযার্ড মালিককে নিজ ইয়ার্ড অভ্যন্তরে বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়ার অনুরোধ জানান।
×