ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

প্রাচ্যনাট স্কুল শিক্ষার্থীদের নাটক ইঙ্গিত মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:১১, ১২ জানুয়ারি ২০১৬

প্রাচ্যনাট স্কুল শিক্ষার্থীদের নাটক ইঙ্গিত মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ নাট্যচর্চায় নিবেদিত এক নাট্যদল প্রাচ্যনাট। নিয়মিত দলের নাটক মঞ্চায়নের পাশাপাশি তৈরি করছে নতুন নাট্যকর্মী। এ লক্ষ্যে কাজ করছে দলের অঙ্গ-সংগঠন প্রাচ্যনাট স্কুল অব এ্যাকটিং এ্যান্ড ডিজাইন। প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের অভিনয়শিল্পী গড়ে তোলা হচ্ছে স্কুলটিতে। সোমবার পৌষের শীতল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হলো এ স্কুলের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী প্রযোজনা ইঙ্গিত। নাটকের খ্যাপা পাগলা নামে খ্যাত এসএম সোলায়মান রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। নাট্য প্রদর্শনীর আগে প্রাচ্যনাট স্কুল অব এ্যাকটিং এ্যান্ড ডিজাইনের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও জনপ্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর। স্বৈরশাসক এরশাদের শাসনামলের প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। তার শাসনামলের দশ বছরের সময়কালকে ধরে এগিয়েছে প্রযোজনাটি। হাস্য-পরিহাসের মাধ্যমে উপস্থাপিত হয়েছে ওই সময়ে দেশের শিক্ষাব্যবস্থা, আমলাতান্ত্রিক জটিলতা, ইতিহাস, প্রশাসন, সংস্কৃতি, রাজনীতির নিম্নগামী পতনের ইঙ্গিত চিত্র। সেই সূত্রে উঠে এসেছে সমাজের নানা ক্ষেত্রে দেখা-অদেখা অসত্য-অবক্ষয়-হীনতা-চালাকি-বর্বরতা ও অমানবিকতার দৃশ্যকল্প। দশ বছর পর যে সম্ভাব্য ভবিষ্যতের ইঙ্গিত নাট্যকার দিয়েছিলেন, তা যেন বিশ বছরের বেশি সময় পরও বাস্তব ও সত্য হয়ে ধরা দেয়। নাটকটি দর্শকদের দিকে এই প্রশ্ন ছুড়ে দেয় যে, এ ধারায় চলতে থাকলে সামনের অবস্থা বা ব্যবস্থাটা কী? প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক মনিরুল ইসলাম রুবেল বলেন, ‘নাট্যকার এসএম সোলায়মান দূরদর্শিতার শক্তিতে যে সত্যের ইঙ্গিত দিয়েছিলেন, চেষ্টা করেছি সেই শক্তির কিছুটা আভাস পেতে ও দিতে। পারা না পারা নিয়ে খুব একটা ভাবছি না, কারণ সবাই প্রায় নতুন। শুধু আজকের ‘ইঙ্গিত’ এই নতুনদের ভবিষ্যতে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারলেই ভাল লাগবে।’ প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ লিলি পারভীন, রোজেন আহম্মেদ, শ্রাবণ সাহা মান, ফারজানা ফেরদৌস, আরিফুল ইসলাম, সাইদুর রহমান শাহীন, মোঃ হাম্মাদুর রহমান, প্রিয়ম মজুমদার, কামরুন্নাহার মৌসুমী প্রমুখ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গীতি আলেখ্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা অরোরা ফাউন্ডেশন। সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনের এ আয়োজনে সংগঠনের সভাপতি এসএম শওকত ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পাবলিক সার্ভিস কমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, র‌্যাডিসন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ব্রি জে (অব) জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ সজল ব্যানার্জি প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন ভাস্কর রাসা। টাঙ্গাইলের সাংস্কৃতিক সংগঠন আমরা করব জয় ‘সাহসের ভূমিপুত্র’ শিরোনামে গীতি আলেখ্য পরিবেশন করে। মিনু আনোহলীর পরিচালনায় দেশাত্মবোধক নানা গান দিয়ে সাজানো ছিল গীতি আলেখ্যটি। বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের ১১তম দিন ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির নন্দন মঞ্চে চলছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উৎসবের ১১তম দিন ছিল সোমবার। এদিন ছিল পিরোজপুর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা। আজ মঙ্গলবার থাকছে চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, নেত্রকোনা ও মাগুরা জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া আয়োজনটি চলে রাত ৯টা পর্যন্ত।
×