ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ ক্রিকেট সিরিজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৪:২৮, ১১ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিমূলক তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আজ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল নয়টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচটি শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ও ১৬ জানুয়ারি একই স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ যুব দল। সিরিজটিতে জিতে বিশ্বকাপের জন্য ভালভাবে প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক মেহেদী মিরাজ সিরিজে লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলে, ‘তিন ম্যাচের সবগুলোই জয় পাওয়া লক্ষ্য। জয় নিয়ে বিশ্বকাপে খেলতে গেলে আমাদের আত্মবিশ্বাস অনেক ভাল থাকবে।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের অধিনায়ক সিমরন হেটমায়ার অনেক বেশি প্রস্তুত বলেই জানায়। বলে, ‘আমরা সিরিজের জন্য অনেক প্রস্তুত হয়ে এসেছি। আমরা যতটা পারা যায় সিরিজে ভাল খেলতে চাই।’ দুই দলের লক্ষ্যই এ সিরিজে ভাল করা। তা করতে পারলে যে বাংলাদেশে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে ভালভাবে নিজেদের ঝালাই করে নেয়া যাবে। পুরোপুরি প্রস্তুত হওয়া যাবে। তাই জানায় মিরাজ, ‘কালকে (আজ) থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আছে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিরিজ। এই সিরিজটি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেয়ার শেষ সুযোগ। সেই সঙ্গে আমরা এই সিরিজে নিজেদের যাবতীয় ভুলগুলো শুধরে ভাল খেলার চেষ্টা করবো।’ সিমরন জানায়, ‘বিশ্বকাপ নিয়ে আমাদের প্রস্তুতি ভাল আছে। বাংলাদেশের কন্ডিশনে ভাল খেলতে সবাই আত্মবিশ্বাসী। কন্ডিশনের সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে হবে।’ সিরিজে বাংলাদেশের মূল ফোকাস থাকবে কোন দিকে? বাংলাদেশ অধিনায়ক বলে, ‘আমাদের মূল ফোকাস থাকবে ব্যাটসম্যানদের ওপরে। আমরা যদি ব্যাটসম্যানরা রান করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য ম্যাচটা সহজ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা অনেক ভাল। পেসারদের যদি আমরা ভাল মতো ডমিনেট করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য বিশ্বকাপে খেলাটা সহজ হয়ে যাবে। আমাদের দলে খুব ভাল ভাল স্পিনার আছে। আমি তাদের নিয়ে খুব আত্মবিশ্বাসী। আমাদের ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যদি রান তুলতে পারে সেক্ষেত্রে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।’ ওয়েস্ট ইন্ডিজ যুব দলটির বিপক্ষে এর আগে বাংলাদেশ যুব দল ১৪টি ওয়ানডে খেলে। ৯টিতেই জিতে বাংলাদেশ যুবারা। হারে ৫টিতে। দেশের মাটিতে ৪টি ম্যাচ খেলে ৩টিতেই জিতে বাংলাদেশ। ২০০৮ সালে তিনটি ম্যাচের ২টি ও ২০১৩ সালে ১টি ম্যাচে জিতে বাংলাদেশ যুব দল। ২০১৩ সালে সাত ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচের পর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ টিম হোটেলের সামনে বোমা বিস্ফোরণ হয়। তাতে ভয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দলকে দেশে ফিরিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। সেই সিরিজের ৬টি ম্যাচই আর খেলা হয়নি। এবার যখন ওয়েস্ট ইন্ডিজ অনর্ধ-১৯ দল বাংলাদেশে এসেছে, তার আগে নিরাপত্তার অযুহাত দেখিয়ে অনর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতেও কোন সমস্যা দেখছে না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। নিরাপত্তা বলয়ে খুশি তারা। সিরিজে নামার আগে দুইদলই দুইদলকে ভালভাবে চেনে না। দলের ক্রিকেটারদের সামর্থ্য সম্পর্কেও জানা নেই। ওয়েস্ট ইন্ডিজ যেমন বাংলাদেশ দলকে নিয়ে তেমন হোমওয়ার্ক করার সুযোগ পায়নি। বাংলাদেশও তাই। তবে মিরাজ মিরপুরে অনুশীলন শেষে জানায়, ‘জিম করার সময় আমরা ওদের বোলার এবং ব্যাটসম্যানদের দেখছিলাম। ওদের বাঁহাতি ব্যাটসম্যান অনেক বেশি আছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমাদের দলে চারজন ডানহাতি অফস্পিনার আছে। এটা আমাদের অনেক সাহায্য করবে।’ সেই সুযোগটি নিয়ে এখন বাংলাদেশ সিরিজে জিতে গেলেই হয়।
×