ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যত সংস্কৃতিচর্চা তত দেশের উন্নতি ॥ নূর

প্রকাশিত: ০৬:০৬, ১০ জানুয়ারি ২০১৬

যত সংস্কৃতিচর্চা তত দেশের উন্নতি ॥ নূর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের দেশে সংস্কৃতি চর্চা তেমন হচ্ছে না। আমাদের বেশি করে সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার যত উন্নতি হবে দেশেরও ততবেশি উন্নতি হবে। তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বঙ্গসংস্কৃতি উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, শিশুদের গতানুগতিক শিক্ষা নয়, সঠিক শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এখনকার শিশুরা স্কুল, টিভি ও বাসার চার দেয়ালে বন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ। উৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন সংবর্ধিত ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম, ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস, এ্যাডভোকেট আবু তাহের, অধ্যক্ষ মকবুল আহাম্মদ প্রমুখ। খুলনায় নর্দান ভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির যাত্রা শুরু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (এনইউবিটি) খুলনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থাপিত প্রথম বিশেষায়িত বেসরকারী বিশ্ববিদ্যালয় এটি। শনিবার দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। শিববাড়ি মোড় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও উৎসব আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান এমপি, শেখ নূরুল হক এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আনছার আলী প্রমুখ।
×