ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টমটম আর টক্কা দুই বাহনই জনপ্রিয়

প্রকাশিত: ০৫:২১, ৯ জানুয়ারি ২০১৬

টমটম আর টক্কা দুই বাহনই জনপ্রিয়

প্রযুক্তির দিন দিন বিকাশ ঘটছে। যুগের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে আবিষ্কার হচ্ছে নতুন নতুন যন্ত্রযান। এর ফলে ক্রমশ বিলুপ্ত হচ্ছে স্থানীয় যানবাহন। বিলুপ্তির ধারাবাহিকতায় এরই মধ্যে হারিয়ে গেছে পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গয়নাসহ হরেক রকমের স্থানীয় যান। রাস্তাঘাটের উন্নতির কারণে আজকাল গহীন গ্রামেও হন হন করে ছুটে চলে যন্ত্রচালিত যানবাহন। মানুষ নিমিষে পৌঁছে যাচ্ছে দূরের গন্তব্যে। হাওড়-বাঁওড় অধ্যুষিত নেত্রকোনাতেও এক সময় স্থানীয় যানবাহনের প্রচলন ছিল। এরমধ্যে সর্বাধিক অভিজাত যানবাহন হিসেবে পরিচিত ছিল ‘পালকি’। সাধারণত অভিজাত শ্রেণীর লোকজন পালকিতে চলাফেরা করতেন। ছয় থেকে আট বেয়ারা পালকি কাঁধে হুমহুম কওে পথ পাড়ি দিতেন। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে পালকির চূড়ান্ত বিলুপ্তি ঘটে। প্রায় একই সময়ে হারিয়ে যায় সাধারণের যানবাহন হিসাবে পরিচিত গরু ও ঘোড়ার গাড়ি। অথচ এক সময় গ্রামের কাঁচামাটির রাস্তায় গরু বা ঘোড়ার গাড়িই ছিল ভরসা। আর বর্ষায় চলাচলের অবলম্বন ছিল নৌকা। নাম ‘গয়না’। এ নৌকার ছই ছিল। যাত্রীরা ছইয়ের নিচে আরাম করে বসে বা শুয়ে থাকতেন আরোহী। আর চার থেকে ছয় মাঝি দাঁড় বেয়ে গয়না চালাতেন। গয়নার শেষ প্রান্তের হাল ধরতেন এক মাঝি। গলুইয়েও থাকতেন অন্য আরেক মাঝি। গয়নায় পাল উড়ানো হতো। স্রোতের প্রতিকূলে থাকলে গুন টানা হতো। বলাবাহুল্য, আজ অনেক নদী-নালা বা খাল-বিলের যেমন অস্তিত্ব নেইÑ তেমনি অস্তিত্ব নেই গয়না নৌকারও। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ আবিষ্কার করছে নতুন নতুন যানবাহন। এর মধ্যে যেমন বড় বড় কোম্পানির তৈরি যানবাহন আছে, তেমনি আছে স্থানীয়ভাবে তৈরি যানবাহনও। নেত্রকোনা অঞ্চলে পরিচিত এমনই দুটি স্থানীয় যানবাহনের নাম ‘টমটম’ ও ‘টক্কা’। দুটোই শ্যালো ইঞ্জিনের সাহায্যে তৈরি। একেকটি বানাতে খরচ পড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা। স্থানীয় কারিগররাই তা বানাতে পারে। অল্প সময়ে এবং স্বল্প খরচে গন্তব্যে পৌঁছতে অনেক মানুষই এখন টমটম বা টক্কায় চড়ে। টমটম দেখতে অনেকটা অটোরিকশার মতো। পার্থক্য শুধু ইঞ্জিনের। এটিতে ছাউনি থাকে। যাত্রীদের বসার জন্য থাকে বেঞ্চ। আর টক্কায় ছাউনি থাকে না। বসার জন্য বেঞ্চ থাকে। তবে দুটোই ডিজেলের সাহায্যে চলে। নেত্রকোনার কেন্দুয়া, মোহনগঞ্জ, দুর্গাপুর, কলমাকান্দা প্রভৃতি অঞ্চলে এ ধরনের যানবাহন দেখতে পাওয়া যায়। কম খরচের যানবাহন হিসেবে এ অঞ্চলে টমটম এবং টক্কা দুটোই জনপ্রিয়। Ñসঞ্জয় সরকার নেত্রকোনা থেকে
×