ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরীর পেট কেটে বের করা হলো দুই কেজি ওজনের চুলের কুণ্ডলী

প্রকাশিত: ০৮:৪৬, ৮ জানুয়ারি ২০১৬

কিশোরীর পেট কেটে বের করা হলো দুই কেজি ওজনের চুলের কুণ্ডলী

স্টাফ রিপোর্টার ॥ কিশোরী শাহনূরের পেট থেকে দুই কেজি চুল বের করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হাকিম শাহিন জানান, অধ্যাপক তপন কুমার সাহার নেতৃত্বে চিকিৎসকের একটি দল বুধবার অস্ত্রোপচারের মাধ্যমে ওই কিশোরীর পাকস্থলী থেকে এ কু-লী পাকানো চুলের একটি বল বের করে আনেন। তিনি জানান, চুলের বলটির ওজন প্রায় দুই কেজি। চিকিৎসকরা জানান, শাহনূর নামে ১৫ বছর বয়সী ওই কিশোরী শৈশব থেকে চুল খেয়ে আসছিল। ‘সাত থেকে আট বছর’ ধরে সে নিজের মাথা থেকে চুল ছিঁড়ে খেত। চিকিৎসকদের চোখে এই ‘মানসিক সমস্যাটি’ ধরা পড়ে। কিন্তু ওই কিশোরীর বাবা-মা কিছুই জানতেন না। দীর্ঘদিন চুল খাওয়ার কারণে কিশোরী প্রচ- পেট ব্যথা অনুভব করছিল। খেতেও পারছিল না। জোর করে কিছু খাওয়াতে গেলেও বমি হচ্ছিল। মেয়ে শাহনূরের এই সমস্যা দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা। পরে বুধবার ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক তপন কুমার সাহার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল কিশোরী শাহনূরের পেটে অস্ত্রোপচার করে তার পাকস্থলীর ভেতর থেকে দুই কেজি ওজনের ওই চুলের বল বের করে আনেন।
×