ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৃষ্ঠপোষকদের সঙ্গে বাফুফের মিলনমেলা

প্রকাশিত: ০৬:১১, ৮ জানুয়ারি ২০১৬

পৃষ্ঠপোষকদের সঙ্গে বাফুফের মিলনমেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘স্পন্সররা এগিয়ে না এলে বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো এত বড়মাপের একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কখনই আয়োজন করা সম্ভব হতো না। পৃষ্ঠপোষকরা যেভাবে এগিয়ে এসেছেন এবং আমাদের সাহায্য করেছেন, তাতে আমি খুবই খুশি। আশা করব দেশের ফুটবল উন্নয়নে আগামী দিনগুলোতেও তারা আমাদের পাশে সবসময় থাকবেন।’ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে বসে এমনটাই বললেন বাফুফের সাধারণ সম্পাদক কাজী মোঃ সালাউদ্দিন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এবার উল্লেখযোগ্যসংখ্যক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করেছে। তাদের পরিচিত করাতেই বাফুফে ভবনে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও আশাবাদ ব্যক্ত করেন বাফুফের সঙ্গে থেকে দেশের ফুটবলে উন্নয়ন নিয়ে কাজ করার। টুর্নামেন্টের স্বত্বাধিকারী এবং প্রচার স্বত্বাধিকারী চ্যানেল নাইনের পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীসহ আরও উপস্থিত ছিলেন- প্রেজেন্টিং স্পন্সর এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, সহযোগী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো, হা-মীম গ্রুপ এবং বিএবি’র প্রতিনিধি নুরুল ফজল বুলবুল, অফিসিয়াল ডমিস্টিক এয়ারলাইন পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট এ্যান্ড পিআর) কামরুল ইসলাম, অফিসিয়াল ফুড পার্টনার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ডিপার্টমেন্ট অব ব্র্যান্ডের ইনচার্জ এটিএল ইনচার্জ ইফতেখার হোসেন, অফিসিয়াল ড্রিঙ্কস পার্টনার মাম-এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার নাহিদ ইউসুফ, অফিসিয়াল আইএসপি পার্টনার আমরা নেটওয়ার্কের ব্যবস্থাপক এমএম মনজুর মোরশেদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের অফিসিয়াল পার্টনার লোট্টো সাধারণ ব্যবস্থাপক এলডি সনাথ পুষ্পকুমারা।
×