ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫৪, ৫ জানুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২০. ‘কনফুসিয়াস’ কোন দেশের দার্শনিক হিসেবে গ্রহণযোগ্য? ক) জার্মান খ) ব্রিটিশ গ) গ্রিক ঘ) চীন ২১. “যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- চরণটির দ্বারা কী প্রকাশ পেয়েছে? র. হতাশা রর. বেদনা ররর. আশা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ২২. মানুষ নিজেদের বিপন্ন করেছে- ক) আত্মকেন্দ্রিকতার কারণে খ) প্রাধান্য বিস্তার করতে গ) প্রকৃতি নিয়ন্ত্রণ করতে ঘ) ধন উপার্জন করতে ২৩. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়? ক) নরসিংদী খ) নারায়ণগঞ্জ গ) গাজীপুর ঘ) মিরপুর ২৪. কবিতায় নূরলদীনের ডাকে কীভাবে জনগণের সারা দেওয়ার কথা উল্লেখ আছে? ক) বিচ্ছিন্নভাবে খ) ধীরে ধীরে গ) একে একে ঘ) সর্বসম্মতভাবে ২৫. ‘গোরা’ শব্দের দ্বারা কোন বর্ণের সৈনিককে বোঝায়? ক) কৃষ্ণবর্ণের খ) শ্বেতবর্ণের গ) গৌরবর্ণের ঘ) বিদেশি ২৬. ফরিদপুরে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে কোথায় এসেছিল? ক) জেলগেটে খ) কলেজগেটে গ) রাজপথে ঘ) লঞ্চঘাটে ২৭. নুরুল হুদা কলিগরা কোথায় বসে ফিসফিস করে? ক) প্রিন্সিপালের সামনে খ) ক্লাসরুমে গ) ২ ঘ) হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী শোনে কে? ২৮. মজিদ কার চোখে ভয় দেখেছে? ক) হিংস্রতার কবলে পড়ে খ) তীব্র রোদে গ) কাদা-মাটির ঘষায় ঘ) ফসল ফলানোর জন্য ২৯. শিস শব্দটির অর্থ কী? ক) ঠোঁট ও জিহ্বার সাহায্যে উৎপন্ন বাঁশির মতো শব্দ খ) একধরনের পদ্মফুল গ) ধানের ডগা ঘ) বাঁশের কঞ্চি ৩০. কবি নিজের ক্রোধকে কিসের সাথে তুলনা করেছেন? ক) সমুদ্রের জলোচ্ছ্বাস খ) ভয়াল ঘূর্ণি গ) জাহাজ ঘাট ঘ) প্রাণের জাহাজ ৩১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কী উচ্চারতি প্রতিটি সত্য শব্দ? ক) কবিতা খ) ঝড়ের আর্তনাদ গ) উনোনের আগুনে আলোকিত ও উজ্জ্বল জানালা ঘ) প্রবহমান নদী ৩২. সমাজের উচ্চমঞ্চ দ্বারা কবি কীসের ইঙ্গিত দিয়েছেন? ক) হীনম্মন্যতার খ) আভিজাত্যের গ) অশ্রদ্ধার ঘ) শোষকের ৩৩. ‘আহ্বান’ গল্পের মূল বিষয় কী? ক) উদার মানবিকতা খ) সাম্প্রদায়িক দাঙ্গা গ) মানবিকতার অবক্ষয় ঘ) গ্রামীণ জীবনের প্রতি আকর্ষণ ৩৪. মহাত্মা গান্ধী সবাইকে নিজের ওপর বিশ্বাস করতে শিখাচ্ছিলেন কেন? ক) পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার জন্য খ) ন্যায়ের পথে চলার জন্য গ) উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য ঘ) সত্যবাদী হওয়ার জন্য ৩৫. শতকতজঙ্গের সঙ্গে সিরাজউদ্দৌলার লেগে গেলে এই সুযোগ নেবে- র. মোহনলাল, মিরমর্দান, আমিনা রর. মিরজাফর, রাজবল্লভ, জগৎশেঠ ররর. সাঁফ্রে, উমিচাঁদ, মানিকচাঁদ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৬. ‘নরদানব’ বলতে বুঝানো হয়- র. মানুষরূপী দানব রর. নরপশু ররর. বিদেশী নরপিশাচ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৭. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটি কোন ছন্দে রচিত? ক) স্বরবৃত্ত ছন্দ খ) মাত্রাবৃত্ত ছন্দ গ) অক্ষরবৃত্ত ছন্দ ঘ) গদ্যছন্দ ৩৮. ‘রাবণ-অনুজ’ বলতে কাকে বোঝানো হয়েছে? ক) রামকে খ) মেঘনাদকে গ) বিভীষণকে ঘ) কুম্ভকর্ণকে সঠিক উত্তর: ২০. (ঘ) ২১. (ক) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (গ)
×