ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ও. কাদের

প্রকাশিত: ০৫:২০, ৫ জানুয়ারি ২০১৬

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ও. কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি ও আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে। তাই ৫ জানুয়ারি বিএনপির গণহত্যা দিবস নয়, অনুতাপ দিবস পালন করা উচিত। আর আওয়ামী লীগের জন্য বিএনপি কোন চ্যালেঞ্জ নয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব ছাত্রসমাবেশে তিনি এ কথা বলেন। বর্ণাঢ্য শোভযাত্রা, সমাবেশ, কেক কাটাসহ নানা আয়োজনে ছাত্রলীগ তাদের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। সমাবেশে ছাত্রলীগের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, তোমরা পরীক্ষাকেন্দ্রিক হও। মানসম্মত শিক্ষা হবে তোমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ ছাত্র সমাজকে সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। আর এই সংগ্রামে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সাম্প্রদায়িক উগ্রবাদের ‘কঠিন চ্যালেঞ্জ’ মোকাবেলায় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার উপদেশ দেন সংগঠনের সাবেক এই সভাপতি। পাকিস্তানের চেয়ে আর্থ-সামাজিক সব সূচকে বাংলাদেশ এগিয়ে আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র পরমাণু বোমায় তারা (পাকিস্তান) এগিয়ে আছে। আর আমরা তো পরমাণু বোমা-ই চাই না। তিনি বলেন, এ বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়ক ও মেট্রো রেলের নির্মাণকাজ শুরু হবে। বিশ্বব্যাংক আমাদের চোরের জাতি বানাতে চেয়েছিল। আমরা প্রমাণ করেছি, আমরা চোর নই, বীরের জাতি। বাঙালীর বীরকন্যা শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়ন করে তা দেখিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেনÑ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক ছাত্রনেতা একেএম এনামুল হক শামীম, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, এইচ এম বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রিন্স প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সমাবেশ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশের জাতীয় পতাকা, ছাত্রলীগের পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভযাত্রার উদ্বোধন করেন অতিথিরা। পরে শোভযাত্রা শুরু করে ছাত্রলীগ। শোভাযাত্রাটি শাহবাগ-মৎস্যভবন-কাকরাইল-বিজয়নগর মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে ছাত্রলীগের শোভাযাত্রার কারণে রাজধানীতে দীর্ঘ যানজটের কবলে পড়ে মানুষ। ঢাকার সব ব্যস্ততম সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায় মানুষকে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় থেকে ফেরার পথে অনেক মন্ত্রীর গাড়িবহরকে যানজটে আটকে থাকতে দেখা যায়। এছাড়া শোভাযাত্রায় ছাত্রলীগের একটি অংশের মধ্যে হাতাহাতি এবং একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটে। চট্টগ্রাম, সিলেটসহ আরও বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ৬টায় ধানম-িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও আবার কেক কাটা হয়। এ সময় সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৫ জানুয়ারি সকাল ১০টায় ঢাবির কলা ভবনের সামনে বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করবে ছাত্রলীগ। পরের দিন ৬ জানুয়ারি বিকেল ৫টায় টিএসসির সড়ক দ্বীপসংলগ্ন ডাসে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। ৭ ও ৮ জানুয়ারিও কর্মসূচী থাকছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের। ৭ জানুয়ারি বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও পাঠচক্র উদ্বোধন করা হবে। আর ৮ জানুয়ারি বিকেল ৩টায় টিএসসির সড়ক দ্বীপসংলগ্ন ডাসে ‘ইতিহাস ও মুক্তিযুদ্ধ’ এর ওপর বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হবে।
×