ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওরা বন্য নয় ওরা বন্ধু

প্রকাশিত: ০৫:৫৮, ৪ জানুয়ারি ২০১৬

ওরা বন্য নয় ওরা বন্ধু

মানুষ সৃষ্টির সেরা জীব। তারা চলতে পারে, বলতে পারে, নিজেকে নিজ দায়িত্বে রাখতে পারে। তাছাড়া আরও বহু গুণাগুণ আছে মানুষের। কিন্তু আসলেই কি তারা তাদের গুলাবলীর সমস্ত কিছু প্রয়োগ করে বা করতে চায়? না তারা করেও না এবং কোন ভাল কাজ করতে চায়ও না, বলেন- আফজাল খান (রবিনহুড) পশুপ্রেমিক। তিনি বলেন, মানুষের জীবনযাপনের জন্য বহু কিছু করে তাদের চাওয়া-পাওয়ার জন্য। কিন্তু প্রকৃত এবং সমাজ সুন্দরের জন্য নিষ্পাপ প্রাণী ‘কুকুর এবং বিড়াল’দের জন্য কি কেউ কখনও ভাবে? বহিঃরাষ্ট্রগুলোতে অনেক কম থাকলেও আমাদের দেশের প্রাণীর প্রতি অবহেলা এবং অত্যাচার অনেক বেশি। বিশেষ করে ১০ থেকে ২২ বছর বয়সী রাস্তার ছেলেগুলো এই অত্যাচারগুলো বেশি করে থাকে। আর কুসংস্কারী কিছু মানুষ- তারা মনেপ্রাণে গেঁথে রেখেছেÑ প্রাণী হচ্ছে ঘৃণীত, ওরা আবর্জনা এবং নাপাক। অথচ এই পশু-প্রাণী হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এবং ওদের সেবায় আল্লাহও অনেক খুশি হন। কুকুর বা বিড়াল যাই হোক ওরা বলতে পারে না। কিন্তু ওরা সব বোঝে অনুভূতি এবং ভালবাসা। ওদের নেই কোন চাওয়া-পাওয়া। নিজের খাবারের কিছু উচ্ছিষ্ট এবং একটু যতœ আর ভালবাসা দিলেই তারা খুশি। তারা কখনও নিমকহারামি করে না। প্রয়োজনে মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। প্রত্যিটি বাসার নিচে একটু করে খাবার রাখলে তাদের খাদ্যের জন্য এত ছোটাছুটি করতে হয় না। আফজাল খান আরও বলেন, ‘তাদের খেয়াল রাখা এবং যতœ করার দায়িত্ব মানুষেরই। তাই যে যেমনি হোক কুকুর-বিড়ালকে যারা ভালবাসে তাদের পাশে আমি থাকতে চাই। আমি নাট্যাভিনয় অনেক ভালবাসি এবং ভবিষ্যতে এখানে নিয়মিত কাজ করতে চাই। কিন্তু এই অবলা প্রাণী কুকুর-বিড়ালদের জন্য নিরাপদ এবং সুন্দর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করতে চাই। তাই সবার সহযোগিতা কামনা করছি।’ গত ৩০ ডিসেম্বর আফজাল খান তার ঘনিষ্ঠ বান্ধবী মডেল এবং অভিনেত্রী তমা মির্জার নিজ বাসভবনে তার নিজের পোষা কুকুর ‘হানীর’ এক বছরপূর্তিতে তার বাসার সমস্ত কুকুর নিয়ে তমার বাসায় হাজির হন এবং অনেক আনন্দের সঙ্গে জন্মদিন পালন করেন। যাপিত ডেস্ক মডেল: আফজাল খান ও তমা মির্জা
×