ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল, নতুন কৌশল আঁটছেন মারুফুল;###;মাত্র চারদিন সুযোগ প্রস্তুতির

জাতীয় দলের অনুশীলন শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৪, ৪ জানুয়ারি ২০১৬

জাতীয় দলের অনুশীলন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ ফুটবলের ব্যর্থতার রেশ এখনও পর্যন্ত কাটেনি। বারবারই ফিরে আসছে এবার কেরলে অনুষ্ঠিত এ আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার লজ্জাটা। সাফে বাংলাদেশ দলের অভিযান শেষ হয়েছে গত ২৮ ডিসেম্বর। এরপর ৭দিন সময় পেয়েছেন ফুটবলাররা নিজেদের মানসিক অবস্থা আবার চাঙ্গা করে তোলার। বিশ্রামের পর এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ পুরো দলের জন্য। টানা দ্বিতীয়বারের মতো ৮ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আর সে জন্য দলও ঘোষণা করা হয়ে গেছে। আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। দলের সঙ্গে সঙ্গে আরও কঠিন পরীক্ষা কোচ মারুফুল হকের। ঘরোয়া ফুটবলের সফলতম এ কোচ জাতীয় দলের হয়ে প্রথম মিশনেই ব্যর্থ হয়েছেন। সে কারণে পদত্যাগ করেছিলেন। কিন্তু ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের আহ্বানে আরেকটি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন তিনি। আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন ছক তৈরি করছেন তিনি। সে জন্য সাফের দলে কিছুটা পরিবর্তনও এসেছে। সাফে যে কৌশল খাটিয়েছেন তা কার্যকর হয়নি, তাই এবার নতুন ছক তৈরি করবেন। তবে সে জন্য মাত্র চারদিন সময় পাবেন তিনি। ব্যর্থতা ভোলার জন্য ফুটবলাররা নিজেদের মতো সময় কাটানোর সুযোগ পেয়েছেন। ফুরসত পেয়েছেন ভেঙ্গে পড়া মানসিক অবস্থাকে আবারও চাঙ্গা করার। তবে ভঙ্গুর একটি দল এতদিন বিরতি পাওয়া নিয়েও কিছুটা আলোচনার জন্ম দিয়েছে। গোল্ডকাপ শুরুর আগে দ্রুত ক্যাম্প শুরু করা যায়নি। অগোছাল দলটিকে গোছানোর জন্য বেশিদিন সময়ও পাওয়া যাবে না। আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে জাতীয় দল। এবার মারুফুল শিষ্য হিসেবে পাচ্ছেন অভিজ্ঞ তিন ফুটবলার জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী ও আলমগীর রানাকে। মূলত মারুফুলের দৃষ্টি দলের মাঝমাঠকে শক্ত ও গোছাল করার। কারণ সাফ ফুটবলে একেবারেই নিষ্প্রভ ও ঝিমিয়ে পড়া মাঝমাঠের কারণেই বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। বিশেষ করে মাঝমাঠের অন্যতম অপরিহার্য খেলোয়াড় জামাল ভুঁইয়া ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ খেলতে না পারায় দুর্বল হয়ে গিয়েছিল বাংলাদেশের মাঝমাঠ। রাজু, মামুনুল ইসলাম ও সোহেল রানাদের মধ্যে বোঝাপড়াটা তেমন ভাল দেখা যায়নি। ফলে সমন্বয়টাও জ্বলে উঠতে পারেনি। তবে শেষ ম্যাচে ভুটানের বিরুদ্ধে কিছুটা গোছানো ফুটবল উপহার দিতে পেরেছে বাংলাদেশ দল। কারণ প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পরই মারুফুল বুঝে গেছেন কৌশলে পরিবর্তন আনতে হবে। ভুটানের বিরুদ্ধে সাফের শেষ ম্যাচ থেকেই কৌশলে পরিবর্তন এনেছেন তিনি। অবশ্য জামাল দলে ফিরেছিলেন সেদিন। যে কারণে মারুফুলের জন্যও ছক কষার সুবিধা হয়েছে। কিছুটা এ্যাটাকিং করেই তিনি মাঝমাঠকে খেলিয়েছেন। তা ফলপ্রসূ হয়েছে। ৩-০ গোলে হেরেছে ভুটান। শেষ ম্যাচের জয়টা অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছে মারুফুলকে। সাফল্য পেতে হলে কোন্ কৌশলটা কার্যকরী হবে এবং কিভাবে দল সাজাতে হবে তা বুঝে গেছেন ভালভাবেই। তা ছাড়া বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করে দায়িত্বে আসীন থাকা নিশ্চিত হওয়ার পর থেকেই বেশ স্টাডি করেছেন তিনি। সাফে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচগুলোর ভিডিও দেখে প্রতিপক্ষের শক্তিমত্তা বোঝার চেষ্টা করেছেন এবং করণীয়গুলোর একটি ছক তৈরি করে ফেলেছেন। একই সঙ্গে দলের ফুটবলারদের গুছিয়ে তোলার জন্য আত্মবিশ্বাসী করতে কোন্ বিষয়টি নিয়ে কাজ করতে হবে সেটাও নোট নিয়েছেন। মারুফুল কাজ চালিয়ে গেলেও ফুটবলাররা বিশ্রাম নিয়েছেন। দলে ফিরেছেন এমিলি-মিঠুন। মারুফুলের হাতে অনেক কাজ। সে সব এখন প্রয়োগের জন্য নামতে হবে মাঠে। কিন্তু মাত্র ৪ দিন পাচ্ছেন তিনি নয়া কৌশল শিষ্যদের বোঝানোর জন্য। এবার তিনি এ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা রেখেই কৌশল সাজাবেন এবং সে অনুসারে কাজ করবেন এমনটাই বোঝা যাচ্ছে। কারণ সেভাবেই দল গঠন করা হয়েছে। আর ভুটানের বিরুদ্ধে সেভাবে খেলেই সফলতা পেয়েছে বাংলাদেশ। গোল্ডকাপ আসরে বাংলাদেশ জাতীয় দলের প্রতিপক্ষ মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কা। নতুন এই চ্যালেঞ্জে ঘরের মাঠে নিজেদের ফিরে পাওয়ার মিশন নিয়ে আজ থেকেই মাঠের প্রস্তুতি শুরু। মারুফুলের নতুন কৌশল মামুনুল, এমিলি, জামালরা দ্রুতই রপ্ত করতে পারলে দলের জন্যই ভাল। সেটা এ স্বল্প সময়ে কতটা পারবেন মারুফুল তা সময়ই বলে দেবে। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই পরীক্ষাটা হয়ে যাবে। সেদিন স্বাগতিকরা খেলবে সাফ আসরে সেমিফাইনালিস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে।
×