ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভালুকায় আহত ৩০

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪

প্রকাশিত: ০৫:৫১, ৪ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় তিন  জেলায় নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাজশাহী, শেরপুর, নওগাঁয় চার জন নিহত হয়েছে। এছাড়া ভালুকায় ১৬ মিল শ্রমিকসহ ৩০ জন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার কাশিয়াডাঙ্গায় ভটভটি-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৪ জন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রাজপাড়া থানার ওসি মাহাবুবুর রহমান। শেরপুর ॥ ঝিনাইগাতীতে অটোরিকশা চাপায় জ্যাকলিন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহমদনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জ্যাকলিন উপজেলার বন্দভাটপাড়া গ্রামের জয়নাল আবেদীনের কন্যা। নওগাঁ ॥ রবিবার সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মিলন হোসেন (২০) নামে এক টেম্পো যাত্রী ও পোরশায় ভটভটি উল্টে আবু হাসান (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ মিল শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা দুটি ঘটেছে রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ভালুকা-গফরগাঁও সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ৬ যাত্রী আহত হন। এর আগে ভালুকা-গফরগাঁও সড়কে স্পিনিং মিলের শ্রমিকবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে বাসটি ধাক্কা খেলে মহিলাসহ অন্তত ১৬ জন মিল শ্রমিক আহত হন।
×