ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে শিয়াদের ওপর হামলার নিন্দায় ইরান

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশে শিয়াদের ওপর হামলার নিন্দায় ইরান

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ইরান। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দেশটি। রবিবার ঢাকার ইরান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিয়া অধ্যুষিত দেশ হিসেবে পরিচিত ইরানের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা আমরা লক্ষ্য করছি। প্রথম ঘটনাটি ঘটেছে ঢাকার হোসেনী দালানে মহরমের মিছিলের প্রাক্কালে। আর দ্বিতীয় ঘটনাটি বগুড়ায়, সেখানে নামাজরত শিয়াদের ওপর গুলিবর্ষণ করা হয়। আমরা বিশ্বাস করি কোন মুসলিম এ ধরনের জঘন্য ও নৃশংস কাজ করতে পারে না। আমাদের কোন সন্দেহ নেই যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা দেশের বিভিন্ন ধর্মের লোকদের শান্তি-স¤প্রীতি নষ্ট করতে চায়। বিজ্ঞপ্তিতে ইরানের পক্ষ থেকে সরকার, মৃতদের পরিবারবর্গ ও যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ইরান আশা করে সরকার এসব ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে।
×