ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বিষ’ চলচ্চিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৪:০২, ২৬ নভেম্বর ২০১৫

‘বিষ’ চলচ্চিত্রের প্রিমিয়ার

সংস্কৃতি ডেস্ক ॥ বেঁদে পল্লীর মানুষ, তাদের জীবনের সঙ্গে যুক্ত কিছু মানুষের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বিষ’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কিশোর মাহমুদ। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, চাঁদনী, সাব্বির আহমেদ, দোলন, একে আজাদ সেতু, রিফাসহ আরও অনেকে। চলচ্চিত্রটি আগামী ১ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রদর্শিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে চলচ্চিত্রের প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মানজারে হাসিন মুরাদ, নুরুল উল আলম, চলচ্চিত্র সমালোচক হাসান রাউফুন ও অভিনয়শিল্পী মিতা চৌধুরী, সাব্বির আহমেদ, একে আজাদ সেতু, প্রযোজনা প্রতিষ্ঠান ইসাদ এ্যাড এ্যান্ড মাল্টিমিডিয়ার এমডি মোস্তফা জাহাঙ্গীর আলম, পরিচালক কিশোর মাহমুদ, এক্সট্রা কমিউনিকেশনের এমডি জোবায়ের রুবেল। চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে কাজ করতে। সবার সহযোগিতায় কাজটি শেষ করে এখন ভালো-মন্দ বিচারের দায়িত্ব দিচ্ছি দর্শকদের। তাদের ভাল লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে। তিনি জানান ‘বিষ’ চলচ্চিত্রে গান রয়েছে ৩টি। সঙ্গীত পরিচালনা করেছেন সানি চাকী। গেয়েছেন দেবজানি শ্যামা ও সানি চাকী।
×