ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিপিএলের ১ম খেলায় চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ১৮৭/৭

প্রকাশিত: ২৩:০০, ২২ নভেম্বর ২০১৫

বিপিএলের ১ম খেলায় চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ১৮৭/৭

অনলাইন ডেস্ক॥ আইপিএল টি২০ তৃতীয় আসরে প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ১৮৭/৭। আজকের খেলায় তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। চিটাগাং ভাইকিংস প্রথম থেকেই দ্রুত গতিতে রান করতে শুরু করে। অধিনায়ক তামিম ইকবাল ও শ্রীলঙ্কার দিলশান মিলে প্রথম ৪.১ ওভার খেলে ৫১ রান সংগ্রহ কলে। নিজম্ব ব্যাক্তিগত ২৯ রানের মাথায় দিলশান আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমতে শুরু করে। তামিম আউট হয় ৫১ ও এনামুল হক জুনিয়ার করে ৩৬ রান। এরপরের ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলঙ্কার জীবন মেন্ডিস করে ৩৯ রান। নির্ধারিত ২০ ওভারে চিটাগাং ভাইকিংসের সংগ্রহ ১৮৬ রান। রংপুর রাইডার্সের পক্ষে সাকলাইন সজিব ৩ ও আবু জায়েদ পেয়েছে ২ উইকেট। দুই ব্যাটসম্যান হয়েছে রান আউট। দ্বিতীয় ইনিংসে রংপুর রাইডাসের জয়ের জন্য প্রয়োজন ১৮৮ রানের। রংপুর রাইডার্সের অধিনায়ক বিশ্বসেরা অলরাইন্ডার সাকিব প্রথম দুই ওভার বল করে কোন উইকেট না পেয়ে রান দিয়েছেন ২২। অপর অপেনিং বোলার পেরেরা ৩ ওভারে ৩৮ রানের বিনিময়ে কোন উইকেট পায়নি। দেখার বিষয় আইপিএলের তৃতীয় আসরে প্রথম ম্যাচে কে জিতে।
×