ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা চান স্পীকার

প্রকাশিত: ০৮:৩৬, ১৭ নভেম্বর ২০১৫

প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা চান স্পীকার

সংসদ রিপোর্টার ॥ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংসদ সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মকা- বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশে সফররত ইউএনডিপির এ্যাসিসট্যান্ট এ্যাডমিনিস্ট্রেটর হাওলিং জু সোমবার সংসদ ভবনে তার সঙ্গে সাক্ষাতকালে এ সহযোগিতা চান। স্পীকার এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ইউএনডিপির সাহায্য ও সহযোগিতার প্রশংসা করে বলেন, সামাজিক ও মানবিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইউএনডিপি বাংলাদেশকে সহায়তা করতে পারে। বিশেষ করে সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের সামর্থ্য বৃদ্ধিতে এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ইউএনডিপির কাজ করার সুযোগ রয়েছে বলে জানান স্পীকার। সাক্ষাতকালে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জাতিসংঘ এবং ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ওয়াটকিনস, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস উপস্থিত ছিলেন।
×