ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা চেষ্টা

প্রকাশিত: ০৬:০১, ৭ অক্টোবর ২০১৫

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ অক্টোবর ॥ যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের পেয়ারা তলায় এ ঘটনায় তিনি আহত হন। হাবি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এ সময় নৈশ প্রহরী আসাদুল ইসলামও গুলিতে আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনতা তুহিন নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আমতলীতে দুই শিশু ধর্ষিত ॥ ধর্ষিতের বাবা জখম নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ অক্টোবর ॥ সোমবার বিকেলে বরগুনার আমতলী উপজেলায় পৃথক দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষকের ধারালো অস্ত্রের আঘাতে এক শিশুর বাবা গুরুতর আহত হয়। পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের দিনমজুরের মেয়ে (১০) মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের বখাটে হাসান, সবুজ, সাদ্দাম ফুঁসলিয়ে সবুজের ঘরে নিয়ে যায়। ওই ঘরে কোন লোকজন ছিল না। পরে বারেক হাওলাদারের ছেলে বখাটে হাসান মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায় মেয়ের ডাক-চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনার পরে মেয়ের বাবা ওহাব মিয়া বখাটে হাসানের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করলে ধর্ষক তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত ওহাব মিয়াকে প্রথমে পটুয়াখালী হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা সঙ্কটজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়। স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় একই পরিবারের সাত জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। উপজেলার কোদালিয়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানান, ২০-২৫ দিন আগে কোদালিয়া গ্রামের সবুর ফকিরের স্ত্রী শেফালী বেগমের সঙ্গে প্রতিবেশী হাফিজ শেখের স্ত্রী হোসনেয়ারা বেগমের বচসা হয়। তুচ্ছ ওই ঘটনার জের ধরে সংঘবদ্ধ ২০-২২ জন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ওই পরিবারের সাত জনকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। ঘুষের টাকা ফেরত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘুষ গ্রহণের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে অবশেষে মঙ্গলবার সকালে চেকের মাধ্যমে ঘুষের টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। ম্যানেজিং কমিটির সভাপতিকে না জানিয়ে ওই ঘুষ গ্রহণ করায় একইদিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সভাপতি জয়নাল মোল্লা। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে। ৪ মাস পূর্বে ওই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে দেবাশীষ দাসকে নিয়োগ দেয়া হয়। মাদকবিরোধী শোভাযাত্রা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরে মাদকবিরোধী শোভাযাত্রা হয়েছে। ‘মাদকের নেশা ভুলে, মেতে থাকুন হেসে খেলে’ সেøাগানে শোভাযাত্রাটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সোমবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে আলোচনা হয়েছে। এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম প্রমুখ।
×