ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অফিস ২০১৬ আসছে

প্রকাশিত: ০৫:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৫

অফিস ২০১৬ আসছে

মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ ‘মাইক্রোসফট অফিস ২০১৬’ বাজারজাতের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। ২২ সেপ্টেম্বর প্রযুক্তিপণ্যের বাজারে অভিষেক হবে মাইক্রোসফট অফিসের বহু প্রতীক্ষিত সংস্করণটির। ১০ সেপ্টেম্বর মাইক্রোসফটের দেয়া ঘোষণা অনুযায়ী, মাইক্রোসফট অফিসের ‘ভলিউম লাইসেন্স এ্যাগ্রিমেন্ট’ গ্রাহক ১ অক্টোবর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে অন্যতম একটি ফিচার হলো- গ্রাহকরা ওয়ান ড্রাইভে রাখা ফাইল এডিট ‘কো-এডিট’ করতে পারবেন। মাইক্রোসফট আরও জানিয়েছে, যে অফিস গ্রাহকরা ৩৬৫ প্রো-প্লাসের পেইড সংস্করণ ব্যবহার করেন তারা ‘কারেন্ট ব্রাঞ্চ’ সুবিধা পাবেন। এর মাধ্যমে তারা মাইক্রোসফট অফিসের সর্বশেষ ফিচার আর সিকিউরিটি আপডেট পাবেন। মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, আউটলুক, ট্রান্সলেটর ইত্যাদিতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে এ্যাপ্লিকেশনগুলো এ্যাপলের নতুন আইপ্যাড প্রো, আইওএস ৯, ওয়াচ সফটওয়্যার, ওয়াচ ওএস২ সহ বিভিন্ন ডিভাইসে সহজে কাজ করতে পারবে। সূত্র-বিডিনিউজ
×