ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে ‘মহুয়া সুন্দরী’

প্রকাশিত: ০৬:০২, ২৪ আগস্ট ২০১৫

মুক্তি পাচ্ছে ‘মহুয়া সুন্দরী’

স্টাফ রিপোর্টার ॥ সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নবেম্বর। ময়মনসিংহ গীতিকার চিরায়ত উপাখ্যান ‘মহুয়া’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রওশন আরা নীপা। চলচ্চিত্রে মহুয়ার চরিত্রে পরীমনি এবং তার বিপরীতে অভিনয় করেছেন সুমিত। আরও রয়েছেন সুচরিতা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ। গ্রাম-বাংলার কাহিনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে রয়েছে লোকসঙ্গীত ও পালাগান। এ প্রসঙ্গে নির্মাতা রওশন আরা নীপা জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে গত মাসের শেষের দিকে। আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী ২০ নবেন্বর ১০০টি হলে মুক্তি পাবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রের কাহিনী প্রসঙ্গে নির্মাতা জানান, যাত্রার দলের একটি মেয়েকে ঘিরে এর গল্প আবর্তিত। যাত্রাদলের নায়িকা ছবি। ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে ‘মহুয়া’ ভাবতে শুরু করে। এদিকে যাত্রা দেখতে আসা জীবনও নিজেকে মহুয়ার প্রেমিক ভাবতে শুরু করে। এরপর শুরু হয় স্বপ্নগাঁথা। দুটো অবুঝ মনের প্রেমের কাব্য এই চলচ্চিত্র। এ চলচ্চিত্রের মূল নায়িকার একটি গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য শিল্পী রুনা লায়লা। ‘ফুলের আসন ফুলেরও বসন/ফুলের বিছানায়/ প্রেমেরও অনলে অঙ্গ জ্বলে যায়’ শিরোনামের গানটি লিখেছেন জুয়েল মাহমুদ। সুর ও সঙ্গীতায়োজন ইমন সাহা।
×