ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁধভাঙ্গা শৈশব

প্রকাশিত: ০৬:০০, ৩ আগস্ট ২০১৫

বাঁধভাঙ্গা শৈশব

‘নীলনবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো তোরা যাসনে আজ ঘরের বাহিরে ...’ কবির এমন প্রত্যাশা বাণী কি আর প্রবোধ মানে শিশু বয়সে? তাই কবির কথা শুনল না শিশু রাকিবও। গত ক’দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে রাজধানীর রাস্তাঘাট। রবিবার কমলাপুর রেলস্টেশনে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও থেমে নেই শিশু রাকিবের দুরন্তপনা। বৃষ্টির মধ্যেই সাইকেলের টায়ার নিয়ে খেলছে সে। শৈশবের বাঁধ ভেঙ্গে এভাবেই খেলায় মেতে ওঠে শিশুটি। ছবিটি তুলেছে জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×