ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি

প্রকাশিত: ০৬:৪৩, ৩১ জুলাই ২০১৫

ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ক্লাব বার্সিলোনাকে হারিয়ে উড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংলিশ জায়ান্টদের মাটিতে নামিয়ে দিল প্যারিস সেইন্টজার্মেই (পিএসজি)। প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা নিজেদের শোকেসে তুলল ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। শিকাগোর এই ম্যাচে পিএসজির হয়ে গোল করেন দলের সেরা তারকা জ¬াতান ইব্রাহিমোভিচ এবং ব্লেইস মাতুইদি। ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ বারের লীগ চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ তিন বছর আগে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রেড ডেভিলসরা। কিন্তু ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই যেন বদলে যায় দৃশ্যপট। গত দুটি মৌসুমই বাজেভাবে কাটে তাদের। তাই নতুন মৌসুম শুরুর আগে নিজেদের নতুনভাবে গড়ার মিশনে নেমেছিল ইউনাইটেডের অভিজ্ঞ কোচ লুইস ভ্যান গাল। কিন্তু বার বার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন তিনি। দলকে যেন কিছুতেই নিজেদের সেরাটা দিতে পারছেন না তার শিষ্যরা। আমেরিকা সফরে বুধবার লুইস ভ্যান গালের দলে শুরুর একাদশে মাঠে নামেন ডেভিড ডি গিয়া, ব্লাইন্ড, ক্যারিক, শোয়াইনস্টাইগার, মাতা, ইয়ং আর ওয়েইন রুনির মতো তারকারা। আরও ছিলেন স্নেইডারলিন, লুক শ এবং এ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার মতো খেলোয়াড়রা। অন্যদিকে পিএসজির কোচ লরা ব্লাঙ্ক তার শুরুর একাদশে মাঠে নামান থিয়াগো সিলভা, ম্যাক্সওয়েল, ভেরাত্তি, মাতুইদি, লুকাস মৌউরা এবং ইব্রাহিমোভিচদের মতো তারকাদের। এছাড়া ছিলেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজও। এদিন ম্যাচ শুরুর ২৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ম্যানইউয়ের জালে বল জড়িয়ে লিড নেয়া গোলটি করেন মাতুইদি। লুকাস মৌউরার সহায়তায় গোলটি করেন তিনি। আর ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। এবার তাকে গোল করাতে সহায়তা করেন ম্যাক্সওয়েল। এরপর পেছনে থেকেই বিরতিতে যায় লুইস ভ্যান গালের দল। ম্যাচের বাকি সময় আর কোন দলই গোলের দেখা পায়নি। তবে কয়েকবার সুযোগ তৈরি করিছিল পিএসজি। তবে ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভ্যান গালের শিষ্যরাও। কিন্তু ভাল ফিনিশিংয়ের অভাবে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় রুনি-মাতাদের। ডেভিড ডি গিয়াকে নিয়ে নাটক এখনও অব্যাহত। এবার ডি গিয়া অধ্যায় নতুন এক মোড় আনলেন লুইস ভ্যান গল। হল্যান্ডের কোচ একপ্রকার বুঝিয়েই দিলেন যে ডি গিয়া আর তাদের সঙ্গে থাকতেই চাচ্ছেন না। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে পিএসজির কাছে হারের পরই মুখ খুলেন তিনি। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে টানা তিনটিতে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে ভিন্ন স্বাদ গ্রহণ করল তারা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সিই গায়ে চাপাতে যাচ্ছেন গিয়া। যদিওবা তার ট্রান্সফার নিয়ে এখনও কোন পাকাপাকি খবর পাওয়া যায়নি। তারপরও এমন পরিস্থিতিতে সন্তুষ্ট নন রেড ডেভিলদের কোচ। এ বিষয়ে ভ্যান গাল বলেন, ‘এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা ডি গিয়া কিংবা ক্লাব কারও জন্যই ভাল নয়। ও এই ক্লাব ছেড়ে চলেই যেতে চাইছে।’ ডি গিয়া যে লা লিগায় নতুন করে ঠিকানা গড়তে পারেন সেটা অনুমিত ছিল ভ্যান গালের কাছেও। তাই তো গত সপ্তাহে আর্জেন্টিনার অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরোকে চুক্তি স্বাক্ষর করালেন ডাচম্যান। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না সার্জিও রামোস।
×