ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমিরাতে হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৬:১২, ১৪ জুলাই ২০১৫

আমিরাতে হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ড কার্যকর

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সোমবার এক আমিরাতী নারীর মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। আবুধাবির একটি মলে এক স্কুলশিক্ষিকাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়েছে। জিহাদীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ওই শিক্ষিকাকে হত্যা করেন। খবর এএফপির। রাষ্ট্রের নিরাপত্তা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান মৃত্যুদ-ের রায় অনুমোদন করার পর সোমবার ভোরে আলা বাদের আল-হাশেমি (৩০) নামের ওই মহিলার মৃত্যুদ- কার্যকর করা হয়। গত মাসে এই রায় হয়। ২০১৪ সালের ১ ডিসেম্বর শপিং কমপ্লেক্সের একটি শৌচাগারে আলা বাদের ছুরিকাঘাত করে ইবোলিয়া রায়ান (৪৭) নামের ওই শিক্ষিকাকে হত্যা করে। হত্যার দায়ে আলা বাদের দোষী সাব্যস্ত হওয়ার পর এ রায় প্রদান করা হয়।
×