ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্কুটার যেন লাগেজ

প্রকাশিত: ০৫:৩৫, ২০ মে ২০১৫

স্কুটার যেন লাগেজ

ছেলেটির হাতের লাগেজ দেখে চমকাবার কোন কারণ নেই। লাগেজ নিয়ে হয়তো সে ভ্রমণে বেরিয়েছে। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু লাগেজটি যদি আসলে স্কুটার হয় তাহলে না চমকানোই অস্বাভাবিক। এ কোন খেলনাও নয়, এটি সত্যিকারের স্কুটার। বারো বছরের একটি ছেলে অতি সহজেই সেই লাগেজ স্কুটার বহন করে নিয়ে যেতে পারে। এমন স্কুটার বাজারে এনেছে হাঙ্গেরিয়ান সেবা প্রতিষ্ঠান এ্যানত্রো গ্রুপ। নাম মুভিও। পরিবেশবান্ধব ও সহজে বহনযোগ্য এই দুটি বিষয়কে বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি এই অভিনব স্কুটার বাজারে আনে। কার্বন ফাইবার বডি ব্যবহার করায় স্কুটারটির ওজন মাত্র পঞ্চান্ন পাউন্ড। ইলেকট্রনিক মোটর দিয়ে চলে বলে ধোঁয়ার কোন ঝামেলা নেই, যা পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। তবে স্কুটারটির গতি খুব বেশি নয়। ঘণ্টায় ত্রিশ মাইল বেগে স্কুটারটি ছুটতে পারে। স্কুটারটির দাম তিন হাজার থেকে চার হাজার ডলার। স্কুটারটিকে ভাঁজ করে রাখলে তা লাগেজের মতো দেখায়। এবং তা লাগেজের মতোই বহন করে নিয়ে যাওয়া যায় যে কোন জায়গায়। এতে মুক্তি পাওয়া সম্ভব পার্কিং ঝামেলা থেকে। সূত্র : ওয়েবসাইট
×