ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুফতি হান্নানের স্বীকারোক্তি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

প্রকাশিত: ০৬:০১, ৬ মে ২০১৫

মুফতি হান্নানের স্বীকারোক্তি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিলেন মামলার প্রধান আসামি মুফতি হান্নানসহ ৩ আসামির স্বীকারোক্তি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ। তিনি ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট পদে থাকার সময় ২০০৭ সালের ১ নবেম্বর এই স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেছিলেন। তিনি বর্তমানে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। তার স্বীকারোক্তি গ্রহণ করা অপর দুই আসামি হলেন মহিবুল্লাহ ওরফে অভি এবং শরিফ শাহেদুল আলম বিপুল। মামলাটিতে রাষ্ট্রপক্ষে প্রধান আইনজীবী হলেন সৈয়দ রেজাউর রহমান। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে বিচারক এই সাক্ষীর জবানবন্দী গ্রহণ করার পর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। মামলাটির ৫২ আসামির মধ্যে মঙ্গলবার ৪০ জন আসামির পক্ষে জেরা শেষ হলো। বাকি আসামিদের পক্ষে জেরার করার জন্য বুধবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণকালে সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়।
×