ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চরকা...

প্রকাশিত: ০৬:০০, ৬ মে ২০১৫

চরকা...

বৃদ্ধা বেবি কাজ করেন রাজধানীর একটি তাঁতপল্লীতে। সেখানে প্রতিদিন প্রয়োজনীয় সুতা কাটেন তিনি। তবে সুতা কাটার আগের সেই কাঠের চরকার স্থানে রয়েছে রিক্সার রিং ও বেল দিয়ে তৈরি আধুনিক চরকা। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের জন্য সুতা কেটে জীবন নির্বাহ করছেন বেবি। মাসে প্রাপ্ত নয় হাজার টাকা দিয়ে তাকে চালাতে হয় সংসার। মঙ্গলবার মিরপুর তাঁতপল্লী থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×