ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে নিউমোনিয়ার প্রাদুর্ভাব ॥ এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৮, ৪ মে ২০১৫

বরিশালে নিউমোনিয়ার প্রাদুর্ভাব ॥ এক  শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গত এক সপ্তাহ থেকে জেলার বিভিন্ন উপজেলায় শিশুদের নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আগৈলঝাড়ায় এক নবজাতকের মৃত্যুসহ এক সপ্তাহে কমপক্ষে ১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও ১৫ শিশু। খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ এপ্রিল থেকে রবিবার পর্যন্ত আগৈলঝাড়ার কালুপাড়া গ্রামের নুরুল ইসলামের পাঁচ মাসের পুত্র আবু বক্কর, কার্তিক দাসের এক মাসের পুত্র বিজয়, উত্তর শিহিপাশার রাজ্জাক ঘরামীর দুই মাসের পুত্র আবির, পূর্ব সুজনকাঠীর মানিক মোল্লার আড়াই মাসের পুত্র অলি, সুখ রঞ্জন রায়ের দুই মাসের পুত্র অধরা, রাজিহার গ্রামের উত্তম সরকারের এক মাসের পুত্র তূর্য সরকার, আনোয়ার হোসেনর দুই মাসের পুত্র আরাফাত, উজিরপুরের কুড়ুলিয়া গ্রামের সভ্য রায়ের পাঁচ বছরের কন্যা চৈতী রায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি হয়েছে। এরই মধ্যে শনিবার বিকেলে পয়সা গ্রামের বাবুল শেখের তিন দিনের নবজাতক শিশু পুত্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম মিয়া বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।
×