ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেসি-রোনাল্ডোকে ছাড়িয়ে যাবেন নেইমার!

প্রকাশিত: ০৫:০৫, ১৪ মার্চ ২০১৫

মেসি-রোনাল্ডোকে ছাড়িয়ে যাবেন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশক ধরেই ফুটবল বিশ্বে দাপট দেখাচ্ছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা চার বার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি। কিন্তু গত মৌসুমে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারকে টপকিয়ে ব্যালন ডি’অর পুনরুদ্ধার করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এই পরিসংখ্যানের ভিত্তিতে ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি পেলে মনে করছেন মেসির চেয়ে রোনাল্ডোর সময়টা এখন ভাল যাচ্ছে। তবে এখানে আলোচনায় এনেছেন বার্সিলোনার স্বদেশী তারকা নেইমারকেও। পেলে মনে করেন মেসি-রোনাল্ডোর পরই বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরবেন নেইমার। এ বিষয়ে ৭৪ বছর বয়সী পেলে বলেন, ‘কয়েক বছর ফুটবলে এককভাবে মেসি দাপট দেখানোর পর এখন সেরা সময় কাটাচ্ছেন রোনাল্ডো। আর ভবিষ্যতের হাসিটা ফুটবলে নেইমারের মুখে।’ শুধু কাতালান ক্লাবটিতেই নয় বরং দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে নেইমার ব্রাজিলের হারানো গৌরবও ফিরিয়ে আনবেন বলে বিশ্বাস করেন পেলে। এ বিষয়ে তাঁর অভিমত, ‘বার্সিলোনার মূল ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে। সেই সঙ্গে ব্রাজিলকেও এনে দেবে র‌্যাঙ্কিংয়ের সঠিক স্থান।’ এ মাসের শেষ সপ্তাহেই নতুন বছরের প্রথম এল ক্ল্যাসিকো। সেই মহারণের আগে রিয়াল-বার্সা দুই দলই নিজেদের ঝালিয়ে নিচ্ছে কঠোর অনুশীলনে। তবে রিয়াল-বার্সার সেই ম্যাচের আগেই শুরু হয়েছে উত্তেজনার ঝাঁজ। বার্সিলোনার ব্রাজিলিয়ান স্ট্র্রাইকার নেইমার মনে করছেন, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের আক্রমণভাগ অনেক বেশি শক্তিশালী। এ বিষয়ে ২২ বছর বয়সী নেইমার বলেন, ‘আমরা
×