ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে স্পীকারের সাক্ষাত

প্রকাশিত: ০৮:৪৮, ১৩ মার্চ ২০১৫

লন্ডনে রাষ্ট্রপতির  সঙ্গে স্পীকারের  সাক্ষাত

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাত করেছেন। এ সময় স্পীকার রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহ্সানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বাসসকে জানান, স্পীকার ড. শিরীন শারমিন বুধবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকালে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল চেকআপের জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য গত ৬ মার্চ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৫ মার্চ তিনি ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির (সিপিএ) চেয়ারপার্সন ড. শিরীন শারমিন সিপিএ সদর দফতরে তাঁর দাফতরিক কাজের জন্য গত ৭ মার্চ লন্ডনে যান। রাষ্ট্রপতি ইতোমধ্যে লন্ডনের মোরফিল্ড হাসপাতালে তাঁর চোখের চিকিৎসা এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে হার্ট চেকআপ করিয়েছেন। চিকিৎসকরা জানান, রাষ্ট্রপতির চোখ ভাল আছে।
×