ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইজি ব্যাজ পেলেন ১৬৪ পুলিশ

প্রকাশিত: ০৯:০০, ৩০ জানুয়ারি ২০১৫

আইজি ব্যাজ পেলেন ১৬৪ পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এসএসসি পরীক্ষার সময় ২০ দলীয় জোট এখনকার মতো সহিংস পরিস্থিতি অব্যাহত রাখলে জনগণই তা প্রতিরোধ করবে। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০ দলের নেতাকর্মীরা আন্দোলনের নামে যা করছে, তা অমানবিক। বিশ্ব এজতেমার সময়েও তারা ছাড় দেয়নি। সহিংস কর্মকা- চালিয়ে গেছে। সামনে এসএসসি পরীক্ষা। তারা এ সময় সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করলে জনগণই তাদের প্রতিরোধ করবে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, গত ৩-৪ দিন ধরে দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর দেশবাসীর প্রত্যাশা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বাত্মক দায়িত্ব পালন করবে। প্রত্যাশা অনুযায়ী পুলিশ বাহিনী কাজ করায় গত ৩-৪ দিনে দেশের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী নিজেই পুলিশ বাহিনীর প্রশংসা করেছেন। আইজি ব্যাজ পেলেন ১৬৪ পুলিশ ॥ পুলিশ সপ্তাহ ২০১৫ এর বিভিন্ন আয়োজনের মধ্যে বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজি ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান মালামাল উদ্ধার অভিযানের পুরস্কার বিতরণ। এ সময় আইজি এ কে এম শহীদুল হক পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের আইজি ব্যাজ পরিয়ে দেন। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ ইউনিটের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
×