
খুলনায় সড়ক দুর্ঘটনায় রায়হান শেখ (১০) নামে এক শিশু এবং জুয়েল ইসলাম বাবু মোল্লা (৫০) নামে আরো একজন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে নয়টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানার হোগলাডাঙ্গা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজিবাইক খুলনাগামী যাত্রী তুলছিল। এ সময় পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে ট্র্যাকটি একটি দোকান ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে রায়হান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাবু মোল্লা মারা যান। আহত আসিফ মোল্লাসহ অন্যান্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রায়হান শেখ হোগলাডাঙ্গা এলাকার জাকির শেখের ছেলে এবং বাবু মোল্লা একই গ্রামের তোফাজ্জেল মোল্লার ছেলে। এরা সকলেই ইজিবাইকের আরোহী ছিলেন। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, নিহত দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আঁখি