ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ওযু করার সময় পা পিছলে পানিতে ডুবে প্রবাসীর মৃত্যু 

প্রকাশিত: ১০:২০, ১৩ এপ্রিল ২০২৪

ওযু করার সময় পা পিছলে পানিতে ডুবে প্রবাসীর মৃত্যু 

ওযু করছেন এক ব্যক্তি। পুরনো ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ওযু করার সময় পা পিছলে পানিতে ডুবে গিয়ে প্রবাসী সুলতান সরদার (৪০ মারা গেছেন।

শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নেত্রাবতী বটতলা জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টায় সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার এশার নামাজ আদায়ের জন্য ওযু করতে পুকুরে গিয়ে পা পিছলে পানিতে ডুবে যায় সুলতান সরর্দার। তিনি উপজেলার ডোরাবতী গ্রামের মৃত দোয়া বক্স সরদারের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ঈদ করতে দেশে এসেছিলেন তিনি।

নিহতের ভাই আ. বারেক সরদার জানান, নামাজের জন্য ওজু করতে গেলে পুকুরে পড়ে যায় সুলতান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআর

×