ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হতাশ ক্রেতারা: প্রতি কেজি তরমুজ ৭০ টাকা

নিজস্ব সংবাদদাতা, লালপুর, নাটোর

প্রকাশিত: ১৬:২২, ১৯ মার্চ ২০২৪

হতাশ ক্রেতারা: প্রতি কেজি তরমুজ ৭০ টাকা

তরমুজ। ছবি: জনকণ্ঠ

রমজান মাসে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখে গেছে ৭০ টাকা মূল্যে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে। এতে তরমুজ কিনতে এসে সাধারণ ক্রেতারা হতাশায় পড়ছে। ব্যবসায়ীরা পিছ হিসেবে তরমুজ কিনে আনলেও প্রতিটি তরমুজ কেজি দরে বিক্রি করছে তারা। 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পণ্যর দাম যাচাই এবং জরিমানা করে সতর্ক করলেও তরমুজের দাম যাচাই এবং বিক্রেতাদের সতর্ক করছে না বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা। 

গোপালপুর বাজারের একজন তরমুজ বিক্রাতা বলেন,বেশি দামে তরমুজ কিনে এনেছি। এজন্য ৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করছি। আর লালপুর সদরে ত্রিমোহনীতে এক তরমুজ বিক্রেতার বলেন,পিচ হিসেবে তরমুজ বিক্রয় করা হচ্ছে না। 

গোপালপুর বাওড়া গ্রামের গৃহিণী সৈয়দা আয়েশা সিদ্দিকা বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তরমুজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। 

লালপুরের বুধপাড়া গ্রামের গৃহিনী নাজিরা খাতুন বলেন, প্রশাসনের লোকজন বাজারে আসলে তরমুজের দাম কমে যায়। তবে তারা চলে যাওয়ার পরেই ব্যবসায়ীরা তরমুজের দাম বৃদ্ধি করে বিক্রি করেন। 

এবি ইউনিয়নের ভবানিপুর গ্রামের মেহেদি হাসান বলেন, তরমুজের দাম বেশি হওয়ায় রমজান মাসে তরমুজ কিনছি না। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, বাজারে মনিটরিং চলছে।
 

 

এসআর

×