ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টেকনাফে গোলাগুলিতে মাদক ও মানবপাচারকারী নিহত

প্রকাশিত: ০১:৫১, ২১ ফেব্রুয়ারি ২০২০

টেকনাফে গোলাগুলিতে মাদক ও মানবপাচারকারী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক ও মানবপাচারে জড়িত মোজাহের নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি উক্ত ঘটনায় তাদের তিন সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। নিহত যুবক মো: মোজাহের (২৫) সাবরাং হারিয়াখালীর হাকিম আলীর পুত্র। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাবরাং হারিয়াখালী মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপকুলীয় এলাকায় পুলিশের একটি দল মাদক ও মানবপাচার বিরোধী অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পুলিশ সদস্যদের উপর এলোপাতাড়ী গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অপরাধীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত মোজাহের গত কয়েক মাস আগে সাবরাং হারিয়াখালীর মন্জুর নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। সে ওই ঘটনার পলাতক আসামি।
×