ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পৌরনির্বাচনে সৈয়দপুরে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

প্রকাশিত: ০০:০৬, ১ ডিসেম্বর ২০১৫

পৌরনির্বাচনে সৈয়দপুরে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন ঘিরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার ১৫টি ওয়াডের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন ও রেজিষ্ট্রেশন অফিসার নুর নাহার ইসলাম। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে পুরুষ ৪০হাজার ৮৫২ ও নারী ভোটর ৪০ হাজার ৫১৩ জন। সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৫ টি। মোট ভোট কেন্দ্র ৩২ ও বুথ সংখ্যা ২৩৩টি। এ ছাড়া অস্থায়ী কক্ষ সংখ্যা রয়েছে ৪১টি । আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার নুর নাহার ইসলাম জানান পৌর নির্বাচনকে কেন্দ্র করে ১৫টি ওয়াডে ভোটকেন্দ্র ও প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কত তার খসড়া প্রকাশ করা হয়েছে। এটি যাছাই বাছাই করে চুড়ান্ত করা হবে। সুত্রমতে সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডে ৩টি ভোট কেন্দ্রের বুথের সংখ্যা ২০টি। এখানে মোট ভোটার ৭হাজার ২৪ জন।
×