ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরবর্তী প্রজন্মের যুদ্ধ পোশাক

প্রকাশিত: ০৪:৪৪, ১৫ অক্টোবর ২০১৭

পরবর্তী প্রজন্মের যুদ্ধ পোশাক

রাশিয়ান সৈন্যদের ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করা হয়েছে প্রোটোটাইপ (খসড়া) যুদ্ধ পোশাক। উচ্চ প্রযুক্তির এই এক্সোস্কেলেটন (স্টারওয়ার্স বা আয়রনম্যান স্যুটের মতো) এমনভাবে তৈরি করা হয়েছে, যা শরীরে শক্তি ও কষ্টসহিষ্ণুতা বাড়াবে। এটি শরীরের বর্ম হিসেবে কাজ করবে, এমনকি পারমাণবিক বিস্ফোরণের মধ্যেও দৃষ্টি রাখা যাবে। স্টারওয়ার্সের স্ট্রমট্রোপার স্টাইলের মতো এই সামরিক স্যুটের হেলমেটের স্ক্রিনেও লক্ষ্যবস্তুর তথ্য দেখা যাবে। রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ইন চীফ কর্নেল জেনারেল ওলেগ সালিওকভ বলেন, ‘আমরা রেটনিক-৩ গিয়ারের ভবিষ্যতের লেআউট তৈরিতে বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করেছি। প্রকল্পটির বাস্তবায়ন আমাদের সৈন্যদের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষমতা দেড়গুণ বেশি বাড়াবে। এটি গিয়ারের মোট ওজনের ৩০ শতাংশ হ্রাস করবে।’ এই রেটনিক গিয়ারে ৫ ধরনের সমন্বিত সিস্টেম রয়েছে লাইফ সাপোর্ট, কমান্ড এ্যান্ড কমিউনিকেশন, এনগেজিং, প্রোটেকশন এবং এনার্জি সেভিং। দিন-রাত যে কোন সময় যে কোন ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী করে এটি তৈরি করা হয়েছে। সম্প্রতি মস্কোর ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে এই আত্মরক্ষামূলক যুদ্ধ পোশাকটি প্রদর্শন করা হয়। রাশিয়ান সামরিক বাহিনী স্থল, সমুদ্র ও আকাশপথে যুদ্ধের ক্ষেত্রে মানব সৈন্যের পরিবর্তে রোবট সৈন্য ব্যবহারে আগ্রহী। -ডেইল মেইল
×