ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে ফেরদৌস আরা ও সুর সপ্তকের সঙ্গীতের আসর

প্রকাশিত: ০৪:৩০, ৩০ মে ২০১৫

আইজিসিসিতে ফেরদৌস আরা ও সুর সপ্তকের সঙ্গীতের আসর

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও তাঁর সংগঠন সুর সপ্তকের শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁরা নজরুল সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। শিল্পী ফেরদৌস আরা ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ বেতার এবং ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী। নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি দেশে ও দেশের বাইরে নজরুল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনেক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। চলচ্চিত্রসহ বেশ কিছু একক ও মিক্সড এ্যালবাম শ্রোতাদের দৃষ্টি কেড়েছে। তাঁর সঙ্গীতের স্কুল সুর সপ্তক থেকেও অনেক শিক্ষার্থী দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি দেশীয় বাংলা গানকে গুরুত্ব সহকারে শেখানো হয়।
×