ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১০:৪৭, ১১ এপ্রিল ২০২০

  পদ্মা সেতুর ২৮তম  স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ করোনায় ভয় নয়, সতর্কতার জয়। পদ্মা সেতু প্রকল্প ঘুরে তাই মনে হচ্ছে। পুরো প্রকল্প এলাকা আইসোলেট। ভেতরে যারা আছেন স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলতায় কাজ করে চলেছেন। বিশ্বব্যাপী করোনার প্রভাবেও দেশী-বিদেশী শ্রমিকদের ব্যস্ত সময় কাটছে এখানে। আর তাই আজ শনিবার সেতুটির আরেক ধাপ এগিয়ে যাচ্ছে ২৮তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে। এরই মধ্যে শুক্রবার বিদায়ী বসন্তের সকালের সোনা রোদে ‘৪বি’ নম্বর বিশাল মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে রওনা হয় ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’। প্রায় ৩২শ’ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যান পাজা করে তুলে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে নোঙ্গর করেছে। পরে এটি পজিশনিংসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুক্রবার রাতে দায়িত্বশীল প্রকৌশলী সর্বশেষ তথ্য দিয়ে বলেন, আজ শনিবার সকাল ১০টার দিকে স্প্যানটি মাওয়ার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি সেতুর ২০ ও ২১ নম্বর খুঁটিতে বসে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের জনকণ্ঠকে জানান, ইঞ্চি ইঞ্চি মেপে এটি খুঁটির ওপর তুলে দেয়া হবে। সেখানে লিফটিং ফ্রেম (স্প্যানকে ঝুলন্ত রাখার যন্ত্র) সেট করা হয়ে গেছে আগেই। খুঁটির ওপর সেট করা হয়ে গেছে বেয়ারিং। তিনি জানান, এই স্প্যান বসে গেছে জাজিরার অংশে। আর মাত্র দুটি স্প্যান বাকি থাকবে। ২৫, ২৬ ও ২৭ নম্বর খুঁটিতে ‘৫এ’ ও ‘৫বি’ নম্বর স্প্যান বাকি থাকবে। এই অংশটিতে ফেরি চলাচলের চ্যানেল থাকায় বিলম্ব হয়। সর্বশেষ ২৬ নম্বর খুঁটি সম্পন্ন হওয়ায় এখানেও শীঘ্রই স্প্যান বসবে। পদ্মায় এখন বৈশাখীর আগমনী বার্তা। বিদায়ী চৈত্রের প্রখর রোদের তাপ থাকলেও পদ্মায় নতুন পানির টলমলে দৃশ্য মনকে দোয় দেয়। আর পদ্মার ধারে নানা সবুজ ফসলের জমিগুলোতে বাতাসে দোলা খাচ্ছে। লোকজনের বিতরণ কম থাকলেও সেখানে গরু আর রাখালের ছোটাছুটি এখন চোখে পড়ে। এদিকে প্রকৃতি আরেক দিকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে বিশাল কর্মযজ্ঞ। এমনই পরিবেশে বিশেষ এক ছন্দে প্রকৃতির সঙ্গে মিলেমিশে সব যেন একাকার। এখানকার পরিবেশ করোনার প্রভাব লক্ষ্য করা যায় না। মরণব্যাধি করোনা যেন এখানে বাদসাধতে পারেনি। তাই করোনার মধ্যেই গত ২৮ মার্চ সেতুর ২৭তম স্প্যান খুঁটিতে উঠেছে। এরপর ৩১ মার্চ ২৬ নম্বর খুঁটি বসানোর মধ্য দিয়ে সেতুর সব খুঁটি সম্পন্ন হয়ে গেছে। ভিত সম্পন্ন হয়ে যাওয়ায় স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে বড় ধাপটি এগিয়ে গেল। এছাড়া চলতি মাসেই ২৯তম স্প্যানও বসে যাওয়ার কথা রয়েছে। এছাড়া বসে যাওয়া স্প্যানগুলোতে হরদম কাজ চলছে। স্প্যানের ওয়েল্ডিংয়ের কঠিন কাজগুলো রোবট। এখানে এখনও দেশী-বিদেশী প্রায় আড়াই হাজার কর্মী কাজ করছে এখানে।
×