ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসা সরঞ্জামের অভাবে করোনাভাইরাসে মারা গেছেন মার্কিন ডাক্তার

প্রকাশিত: ০০:১৪, ২ এপ্রিল ২০২০

চিকিৎসা সরঞ্জামের অভাবে করোনাভাইরাসে মারা গেছেন মার্কিন ডাক্তার

অনলাইন ডেস্ক ॥ আমেরিকার নিউ জার্সি শহরের ডাক্তার ফ্রাঙ্ক গ্যাবরিন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার দেহে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেয়ার কয়েক দিনের মাথায় তিনি মারা যান। ডাক্তার গ্যাবরিনের বন্ধুদের তথ্য অনুসারে, তাকে করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে কোনো পরীক্ষা করা হয় নি কিন্তু তিনি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে নিশ্চিত ছিলেন যে, তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। মঙ্গলবার সকালে ৬০ বছর বয়সী এই চিকিৎসক নিউ জার্সি শহরে নিজের বাসায় মারা যান। তিনি অরেঞ্জ জেনারেল হাসপাতালে কাজ করতেন। ফ্রাঙ্ক গ্যাবরিনের দীর্ঘদিনের বন্ধু ডেবরা ভ্যাসালেস লিয়ন্স জানান, “এক সপ্তাহ ধরে গ্যাবরিনের কাছে শুধুমাত্র একটি কিট ছিল এবং একটি মাস্ক ছিল। তার গ্ল্যাভস ছিল এক্স্ট্রা লার্জ সাইজের অথচ গ্যাবরিনের জন্য দরকার ছিল মিডিয়াম সাইজের গ্ল্যাভস। না পেয়ে গ্যাবরিন সেই এক্সট্রা লার্জ সাইজেরই গ্ল্যাভস ব্যবহার করেছেন। এছাড়া, সাবানও ফুরিয়ে গিয়েছিল।” আমেরিকাতে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর মারাত্মকভাবে চিকিৎসা সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ট্রাম্প প্রশাসনের কাছে ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য ভেন্টিলেটর এবং পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট সরবরাহের আবেদন জানিয়েছেন। আমেরিকাতে দুই লাখ ১১ হাজার ১৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যার মধ্যে বুধবার রাত পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টারা বলছেন, করোনাভাইরাসের মহামারীতে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার মার্কিন নাগরিক মারা যেতে পারে।
×